ম্যাটাডোরের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

Mar 15, 2021 | 5:48 PM

ঘটনাটি ঘটেছে মালদহের  (Maldah) হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন স্ট্যান্ডে।

ম্যাটাডোরের ধাক্কায় ছাত্রীর মৃত্যু, উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর
নিজস্ব চিত্র

Follow Us

মালদা: ম্যাটাডোরের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু। দেহ আটকে রেখে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ করা হয় রাজ্য সড়কও। ঘটনাটি ঘটেছে মালদহের  (Maldah) হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন স্ট্যান্ডে। জানা গিয়েছে মৃত কিশোরীর নাম ইয়াসমিন খাতুন (৯)। বাড়ি হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের দেগুন গ্রামে।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ইয়াসমিন সোমবার দুপুরে নিজের বাড়ির সামনে রাস্তার ধারে খেলছিল। সে সময়ে করিয়ালির দিক থেকে ভালুকার অভিমুখে যাচ্ছিল একটি ম্যাটাডোর। ইয়াসমিন সামনে চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ম্যাটাডোরের চালক।

আরও পড়ুন: ভোট আবহে তৃণমূল নেতার বাড়িতে ‘বিস্ফোরণ’! উড়ে গেল ছাদ

ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াসমিনের। এর পরে স্থানীয়রা ছাত্রীর দেহ আটকে করিয়ালি ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে যায় ভালুকা ফাঁড়ির পুলিশ। পুলিশ চালককে গ্রেফতার করেছে। ম্যাটাডোরটিকে বাজেয়াপ্ত করেছে। দীর্ঘ অবরোধ চলার পর অবশেষে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

Next Article