Maldah Arms Factory: মালদায় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বিপুল অস্ত্র-বিস্ফোরক

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 30, 2022 | 2:36 PM

Maldah Arms Factory: ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলে পুলিশ মনে করছেন।

Maldah Arms Factory: মালদায় অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বিপুল অস্ত্র-বিস্ফোরক
মালদায় অস্ত্র কারখানার হদিশ (নিজস্ব চিত্র)

Follow Us

মালদা: আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিশ মালদায়। মালদার চাঁচল থানার দেবিগঞ্জ গ্রামে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিস পেয়েছে পুলিশ। পুলিশ উদ্ধার করেছে ৩৮ টি কার্তুজ ও অস্ত্র ও কার্তুজ তৈরির বিভিন্ন সরঞ্জাম। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনায় আর কারা যুক্ত রয়েছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলে পুলিশ মনে করছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বগটুই গ্রামে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রজ্যের যেখানে যেখানে বোমা ও বেআইনি অস্ত্র সব উদ্ধার করতে । তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে চলবে পুলিশের বিশেষ অভিযান। সেই কারণে পুলিশের সব শীর্ষ কর্তাদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।  রাজ্যের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ছুটি বাতিল করা হয়েছে আগামী ১০ দিনের জন্য।

রাজ্যে কোথায় কোথায় বোমা বা বেআইনি অস্ত্র রাখা আছে, সেই তল্লাশি চালানো হচ্ছে। যে সব থানায় এই সব অভিযোগ বেশি আসে, সেই থানাগুলির আইসিদের কাছ থেকে রিপোর্ট নিচ্ছেন পুলিশ কর্তারা। সেই রিপোর্ট নবান্নে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্য়েও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।

রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন: Birbhum Bomb Recovered: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বোমা উদ্ধারের স্ট্রাইক রেট ১০০ শতাংশ! এ কোন বীরভূম?

আরও পড়ুন: ‘জেলা সভাপতির নাম কেন দিল ওরা?’, অনুব্রত-র গ্রেফতারির আশঙ্কা প্রকাশ মমতার

Next Article