Maldah Bomb Recovered: ২ দিনের ব্যবধানে মালদায় ফের উদ্ধার বোমা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2022 | 12:29 PM

Maldah Bomb Recovered: চাষের কাজে যাওয়ার সময় বোমাগুলি নজরে আসে কয়েকজন গ্রামবাসীর। তাঁরাই  পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে বিষয়টি জানান।

Maldah Bomb Recovered: ২ দিনের ব্যবধানে মালদায় ফের উদ্ধার বোমা
বোমা উদ্ধার (ফাইল চিত্র)

Follow Us

মালদা: ফের বোমা উদ্ধার মালদায়। বৈষ্ণবনগরের জৈনপুরে একটি মাঠ থেকে বৃহস্পতিবার সকালে বোমা উদ্ধার হয়। চাষের কাজে যাওয়ার সময় বোমাগুলি নজরে আসে কয়েকজন গ্রামবাসীর। তাঁরাই  পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। যায় বম্ব স্কোয়াড ও দমকল বাহিনীও। বোমাগুলি নিস্ক্রিয় করা হয়। কে বা কারা বোমাগুলি রেখে গিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মালদার কালিয়াচকের দক্ষিণ লক্ষ্মীপুরে বোমা উদ্ধার হয় গত মঙ্গলবার সকালে। ঝোঁপের মধ্যে দুই ড্রাম ভর্তি তাজা বোমা লুকানো ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বম্ব স্কোয়াডের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। বোমাগুলি নিষ্ক্রিয় করতে গিয়ে বিশেষজ্ঞরা দেখেন, সেগুলি প্রত্যেকটিই শক্তিশালী বোমা। ৯টি বল বোম, ৩২ টা কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ। মোট ৪১ টি বোমা উদ্ধার হয়। আশেপাশের বাসিন্দাদের সরিয়ে বাগানে ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিয়ে গিয়ে নিস্ক্রিয় করা হয়। এদিন সকালে ফের সামসেরগঞ্জে ফের বোমা উদ্ধার হয়। সামসেরগঞ্জের চশকাপুরে রাস্তার ধারের একটি জঙ্গল থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোম্ব স্কোয়াড। বেশ কিছুক্ষণ ধরে চলে বোমা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া।

মুর্শিদাবাদের দুটি পৃথক জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি, ২৩ পিস বোমা উদ্ধার করেছে পুলিশ। সামশেরগঞ্জ থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র এবং ১ পিস কার্তুজ-সহ ১৮ পিস বোমা উদ্ধার করে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। বলাই বাহুল্য বীরভূমে গত চারদিনে উদ্ধার হচ্ছে ৪০০টি বোমা, ৩০ কেজি বিস্ফোরক। বিভিন্ন জায়গা থেকে অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে। তবে এর মধ্যেও চলছে বোমাবাজির ঘটনা। ভাটপাড়া, হালিশহরে বোমাবাজি হয়েছে পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেই।

রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

আরও পড়ুন: Jhalda Councillor Murder: কাউন্সিলর খুনে প্রত্যক্ষদর্শীর অস্বাভাবিক মৃত্যুতে এবার পুলিশের বিরুদ্ধেই FIR

আরও পড়ুন: Nadia PHD Student’s Mysterious Death: ভিতর থেকে বন্ধ ছিল দরজা, ল্যাব থেকে উদ্ধার গবেষক ছাত্রের দেহ! নোটে লেখা প্রফেসরের নাম

Next Article