Maldah School Hostage Case: দীর্ঘদিনের পরিকল্পনা, বিহারের অস্ত্র ব্যবসায়ী থেকে পিস্তল, মালদার স্কুলে ‘বন্দুকবাজে’র হামলায় চাঞ্চল্যকর তথ্য

Maldah School Hostage Case: জানা গিয়েছে, সারারাত টানা জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু কীভাবে বিহারের সেই ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র নিয়ে এসেছিলেন তিনি, কোথা থেকে পেট্রল বোমা এনেছিলেন, সেই সবই এখন দেবকুমারের কাছ থেকে জানতে চাইছে পুলিশ।

Maldah School Hostage Case: দীর্ঘদিনের পরিকল্পনা, বিহারের অস্ত্র ব্যবসায়ী থেকে পিস্তল, মালদার স্কুলে 'বন্দুকবাজে'র হামলায় চাঞ্চল্যকর তথ্য
কে এই আগন্তুক?
Follow Us:
| Edited By: | Updated on: Apr 27, 2023 | 2:37 PM

মালদহ: হঠাৎ কোনও সিদ্ধান্ত নয়। অনেক আগেই পরিকল্পনা ছিল। সে কারণে গোপনে যোগাযোগ করেছিলেন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে। মালদায় বোমা-পিস্তল হাতে স্কুলে ঢুকে পড়েছিলেন দেবকুমার মণ্ডল নামে এক ব্যক্তি। কালিয়াচক থানার পুলিশ বুধবারই তাঁকে গ্রেফতার করেছে। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, জেরায় দেবকুমার নামে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করেছিলেন। আর সেকারণেই মোটা টাকা দিয়েই সেভেন এমএম পিস্তল কিনেছিলেন দেবকুমার বল্লভ। তিনি বিহারের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। তাঁর কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র কেনেন। বৃহস্পতিবার মালদহ আদালতে পেশ করা হয় দেবকুমার বল্লভকে। জানা গিয়েছে, সারারাত টানা জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু কীভাবে বিহারের সেই ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র নিয়ে এসেছিলেন তিনি, কোথা থেকে পেট্রল বোমা এনেছিলেন, সেই সবই এখন দেবকুমারের কাছ থেকে জানতে চাইছে পুলিশ। তাঁকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ। তদন্তকারীরা মনে করছে, এর পিছনে মদত রয়েছে। দেবকুমারের সঙ্গে কেউ যুক্ত থাকলেও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

বুধবার কালিয়াচকের মুচিয়া গ্রামের একটি হাইস্কুলে ঢুকে পড়েন দেবকুমার নামে ওই ব্যক্তি। তাঁর এক হাতে পিস্তল, আরেক হাতে পেট্রল বোমা ছিল। ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে পড়েছিলেন তিনি। ছাত্রছাত্রী ও শিক্ষককে পণবন্দি করার চেষ্টা করেন তিনি। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, দেবকুমার নিজেই দাবি করেছিলেন, দেড় বছর ধরে তাঁর স্ত্রী ও সন্তান নিখোঁজ। নবান্ন-সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের দ্বারস্থ হয়েও সুরাহা হয়নি। তাই তিনি এই কাজ করেছেন।

যদিও এই ঘটনার নেপথ্যে মদত রয়েছে বলে বুধবারই নবান্নে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এই বুদ্ধিটা যুবক পেল কোথা থেকে?” খোঁজ নিয়ে জানা গিয়েছে, দেবকুমার আদতে বিজেপি কর্মী। তাঁর স্ত্রী মুচিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। এর পিছনে কোনও মদত থাকতে পারে বলে মনে করছে পুলিশও। সেক্ষেত্রে দেবকুমারকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এদিন আদালতে আর্জি জানাতে চলেছে পুলিশ।