আসামী ধরে ফিরছিলেন, আচমকাই ব্রেক! তারপরই থেঁতলে গেলেন তিন সিভিক পুলিশ কর্মী

মালদার (Maldah) কালিয়াচকের (Kaliachak) জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ দুর্ঘটনা ঘটে।

আসামী ধরে ফিরছিলেন, আচমকাই ব্রেক! তারপরই থেঁতলে গেলেন তিন সিভিক পুলিশ কর্মী
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 12:50 PM

মালদা: দ্রুত গতিতে যাচ্ছিল গাড়িটি। আচমকাই গার্ড ওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। আসামী ধরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। মৃত তিন সিভিক পুলিশ। আহত গাড়ি চালক-সহ সাত জন। তাঁদের মধ্যে দু’জন মহিলা সিভিক পুলিশ রয়েছেন। মালদার (Maldah) কালিয়াচকের (Kaliachak) জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ। তাঁরা কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গুদুয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি এলাকা থেকে আসামী ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘দিদি বিদায় নিলে বাংলা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়াও দূর হবে’, ঝাড়গ্রামে শেষবেলার প্রচারে বেনজির আক্রমণ শাহর

গাড়িতে সকলেই সিভিক পুলিশ ছিলেন। আহতদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক পুলিশের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে মালদার একটি বেসরকারি নার্সিংহোম চলছে।