মালদা: পঞ্চায়েতের গ্রাম উন্নয়ন আধিকারিকের ওপর হামলার অভিযোগ। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে তথা তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীদের বিরুদ্ধে। হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত আধিকারিক পার্থ উপাধ্যায়। মালদার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ১০০ দিনের কাজের প্রকল্পে বহু ভুয়ো বিল তৈরির অভিযোগ রয়েছে। এছাড়াও আবাস যোজনাতেও ভুয়ো নামে অ্যাকাউন্ট করে টাকা তোলার অভিযোগ ওঠে পঞ্চায়েত সদস্য হাসিনা বিবির ছেলে শেখ হাসিদুলের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, শেখ হাসিদুল আবার পঞ্চায়েতের তালিকাভুক্ত প্রধান ঠিকাদার ও তৃণমূল নেতা। বিভিন্ন অভিযোগে তাঁর ১০০ দিনের কাজের প্রকল্পের বিল আটকে যায়। তাতেই চটে যান তৃণমূল নেতা। এই নিয়েই পঞ্চায়েতের কর্মরত গ্রাম উন্নয়ন আধিকারিক পার্থদেব উপাধ্যায়ের সঙ্গে প্রথমে বচসা হয় তাঁর। পরে তা হাতাহাতির চেহারা নেয়। তখনই পার্থদেবের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে মাটিতে ফেলে লাঠি, লোহার রড দিয়ে মারা হয়।
আক্রান্ত আধিকারিক অসুস্থ হয়ে পড়েন। তিনি মাটিতেই পড়ে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনাস্থলে ছুটে যান জয়েন্ট বিডিও-সহ অন্যান্য আধিকারিকরা। ছুটে যায় পুলিশ। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “একাধিক জায়গায় গলদ রয়েছে। ওই বিল কখনই ছেড়ে দেওয়া সম্ভব নয়। এটা অনৈতিক। অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। তার প্রতিবাদ করাতেই এই অবস্থা। আমাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। একাধিক ব্যক্তি চড়াও হয় আমার ওপর। একার পক্ষে মোকাবিল করাও সম্ভব ছিল না।” অভিযুক্তের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু ব্লকের বিডিও বলছেন, “আধিকারিকের ওপর হামলা হয়েছে। ওকে মারধর করা হয়েছে। আমরা হাসপাতালে দেখতে এসেছি। যে অভিযোগ উঠেছে, সেগুলি সব খতিয়ে দেখা হবে।”
আরও পড়ুন: Sonarpur Crime: সন্ধ্যা হলেই কাগজ কুড়োতে পাড়ায় ঢুকত দুই মহিলা… আসল পরিচয় জেনে স্তম্ভিত পড়শিরাই