মালদহ: বাংলাদেশের ভিটে ছেড়ে, বাক্স গুছিয়ে ভারতে চলে এসেছেন জালালউদ্দিন। কিন্তু চোখ-মুখ থেকে আতঙ্ক কাটেনি। এখনও যেন ভয় চেপে ধরে আছে তাঁকে। বাংলাদেশের পরিস্থিতি ঠিক কেমন, তা বলতে গিয়ে কেঁপে উঠছেন তিনি। গত সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর থেকে শুধুই ভাঙচুর আর লুঠপাট চলছে বলে অভিযোগ করেছেন তিনি। বুধবার মালদহে পৌঁছেছেন বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা জালালউদ্দিন ও তাঁর পরিবার।
তিনি জানিয়েছেন, চিকিৎসা করানোর নাম করে বাংলাদেশ থেকে চলে এসেছেন তিনি। তিনি জানান, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। অবাধে লুঠপাট, হামলা, ধর্ষণ চলছে। শুধু তাই নয়, ওই ব্যক্তির দাবি জামাত জঙ্গিরাই তাণ্ডব চালাচ্ছে দেশ জুড়ে। তিনি বলেন, দেশের অবস্থা খুবই খারাপ।
জালালউদ্দিন বলেন, “বঙ্গবন্ধুর কন্যাকে যে দিন বের করে দিয়েছে, তারপর শুধুই খুন, ধর্ষণ, নির্যাতন চলছে। আমার তিনটি পুকুরের মাছ লুঠ করে নিয়েছে। বাধা দিতে গেলে, লাঠি নিয়ে মারতে এসেছিল। প্রাণভিক্ষে চেয়ে পালিয়ে এসেছি।”
ওই ব্যক্তি আরও বলেন, “পাকিস্তান জুড়ে স্লোগান উঠছে। কেউ বলছে, খালেদা জিয়া বাংলাদেশ স্বাধীন হল, কেউ বলছে পাকিস্তান স্বাধীন হল। কোথাও সেনা নেই, পুলিশ নেই, বিজিবি নেই। সোনার বাংলাদেশ ছিল।” সংখ্যালঘু ভাইবোনদের বাড়ি থেকে গরু ছাগল লুঠ করে নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন তিনি।
এদিকে, বাংলার একাধিক জায়গায় সীমান্তে বাড়ছে ভিড়। অনুপ্রবেশের আশঙ্কাও বাড়ছে ক্রমশ। তৎপর রয়েছে বিএসএফ। চলছে কড়া পাহারা। কোথাও কোথাও নাইট ভিশন ক্যামেরাও ব্যবহার করা হচ্ছে।