মোথাবাড়ি: তিনি মোথাবাড়ির বিধায়ক। গত কয়েকদিন ধরে উত্তপ্ত মালদহের এই বিধানসভা কেন্দ্র। অবশেষে মোথাবাড়ির ঘটনা নিয়ে মুখ খুললেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ির ঘটনা নিয়ে বিরোধীদের নিশানা করলেন।
রবিবার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোথাবাড়ির ঘটনার জন্য সাবিনা ইয়াসমিনকে নিশানা করেছেন তিনি। এই নিয়ে এদিন সাবিনা বলেন, “বিজেপি কী বলছে কিংবা সুকান্ত মজুমদার কী বলছেন, তা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি ওখানকার বিধায়ক। আমার অনেক দায়িত্ব রয়েছে।” সুকান্ত মজুমদার এখন কেন মোথাবাড়ি আসছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।
এরপরই তিনি বলেন, “এই ঘটনার সূত্রপাত গত ২৫ মার্চ। আমি এখনও পর্যন্ত না সোশ্যাল মিডিয়ায় কিছু বলেছি, না মিডিয়াকে কিছু বলেছি। কারণ কিছু কিছু সময় চুপ থাকাটাই শ্রেয়। রাজনৈতিক লড়াই অন্যরকম। সাম্প্রদায়িক লড়াই অন্যরকম। আমার শিক্ষা আমাকে এটা শেখায়নি যে বড় রাজনীতিবিদ হতে গেলে সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগাতে হবে।”
এরপরই মোথাবাড়ির ঘটনায় বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, “২৭ মার্চ মোথাবাড়ি PWD মাঠে মুসলিম ভাইদের জমায়েতের ডাক কারা দিয়েছিল? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জমায়েতের বার্তা দেওয়া হয়। তখন আমরা সাংগঠনিকভাবে জানিয়ে দিই, কোনও জমায়েত করা যাবে না। কংগ্রেস, সিপিএম জমায়েতের ডাক দেয়। এবং বিজেপির কিছু লোক তাদের সাহায্য করেছে। কোনও বয়স্ক লোক সেদিন জমায়েতে অংশ নেয়নি। ১৫ থেকে ২২ বছরের ছেলেরা জমায়েত হয়েছিল। তাদের প্রায় ৭০ শতাংশ মোথাবাড়ির বাইরের ছেলে। এই বাচ্চাদের ইন্ধন জোগাল কে? ওইদিন কিছু ভাঙচুর হয়। তারপর কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে।”