AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: কিছুতেই ঠেকানো যাচ্ছে না নারী নির্যাতন, মালদহে একের পর ধর্ষণের অভিযোগে বাড়ছে উদ্বেগ

Malda: ইংরেজবাজার থেকে শুরু করে কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, গাজোল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক সর্বত্র একের পর এক নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে প্রশ্নের মুখে জেলার নারী নিরাপত্তা।

Malda: কিছুতেই ঠেকানো যাচ্ছে না নারী নির্যাতন, মালদহে একের পর ধর্ষণের অভিযোগে বাড়ছে উদ্বেগ
বাড়ছে উদ্বেগ Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Feb 10, 2024 | 7:43 PM
Share

মালদহ: কিছুতেই যেন নারী নির্যাতনের ঘটনা ঠেকানো যাচ্ছে না মালদহে। সামনে আসছে একের পর এক ঘটনা। কয়েকদিন আগেই এক কিশোরীর মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল শুরু হয়েছিল। একদিন আগেই আবার দশম শ্রেণির এক ছাত্রীর ধর্ষণের ঘটনা সামনে আসে। গত ছয় মাসে নারী নির্যাতন, ধর্ষণ, খুনের পরিসংখ্যান দেখলে রীতিমতো চমকে উঠতে হয়। ইংরেজবাজার থেকে শুরু করে কালিয়াচক, বৈষ্ণবনগর, রতুয়া, গাজোল, হরিশ্চন্দ্রপুর, মানিকচক সর্বত্র একের পর এক নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সব মিলিয়ে প্রশ্নের মুখে জেলার নারী নিরাপত্তা। 

একনজরে অপরাধের খতিয়ান…

২৪ ডিসেম্বর ২০২২

মানিকচকের নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ। বাড়ির সদস্যদের অভিযোগ আগের দিন রাতে শৌচালয়ে যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

২১ মার্চ ২০২৩

স্কুলের ভিতর ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ গাজোলে। এলাকারই তিন যুবকের বিরুদ্ধে অভিযোগ। 

২৫ এপ্রিল ২০২৩

কালিয়াচকে জমির মধ্যে নাবালিকার দেহ উদ্ধার। পাশে পড়ে ছিল স্কুল ব্যাগ। অভিযোগ ধর্ষণের পরে খুন।

২৫ মে ২০২৩ 

মালদহের মোথাবাড়িতে স্কুলের মধ্যে মুক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাই।

২৭ মে ২০২৩

মানসিক ভারসাম্যহীন তরুণীকে লাগাতার ধর্ষণের অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাত করানোর অভিযোগ।

২৯ মে ২০২৩

বাড়িতে একা থাকার সুযোগে গান পয়েন্টে রেখে দশম শ্রেণির ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণের অভিযোগ। ইংরেজবাজারের শোভানগরের ঘটনা। 

৪ জুলাই ২০২৩

মানিকচকে এক গৃহবধূকে লঙ্কা ক্ষেত থেকে মুখ চেপে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত যুবককে গণধোলাই।

১৮ জুলাই ২০২৩

বামোনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে প্রকাশ্যে দিনের বেলায় হাটের মধ্যে পুলিশের সামনেই সম্পূর্ণ বিবস্ত্র করে নির্মম মারধরের অভিযোগ। ভিডিয়ো ভাইরাল হতেই রাজ্যে তোলপাড়।

১৫ অক্টোবর ২০২৩

হরিশ্চন্দ্রপুরে ধান ক্ষেত থেকে উদ্ধার মহিলার দেহ। পাশে পড়েছিল কন্ডোম। অ্যাসিড জাতীয় কিছু ঢেলে মুখ বিকৃত করে দেওয়া হয় বলে অভিযোগ।

২৯ ডিসেম্বর ২০২৩

মানিকচকে অষ্টম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন, লাগাতার ধর্ষণের অভিযোগ।  পরে এলাকার তৃণমূল নেতা ও মাতব্বরদের সালিসি সভা। উল্টে থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার জন্যে চাপ দেওয়ার অভিযোগ।

২৯ জানুয়ারি, ২০২৪

পঞ্চম শ্রেণির ছাত্রীর আলদা আলাদা জায়গায় উদ্ধার ধড় এবং মাথা। নির্মম খুনের ঘটনা মালদহের ইংরেজবাজারে।

৯ ফেব্রুয়ারি, ২০২৪

মানিকচক থানা এলাকায় দশম শ্রেণির ছাত্রীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। পরে রাস্তার ধার থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।