Malda Voter List: ৭ হাজার ভোটারের কোনও খোঁজই নেই! চোখ কপালে কমিশনের আধিকারিকদের
Malda: জেলার প্রশাসনিক ভবনে জেলার নির্বাচন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। পরে প্রশাসনিক ভবনে জেলাশাসক এবং বিডিওদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী।

মালদহ: ভোটার তালিকায় নাম খুঁজতে গিয়ে আধিকারিকদের চোখ কপালে। হাজার হাজার মৃত ভোটার! সেই সঙ্গে ভোটার তালিকায় থাকা কয়েক হাজার ভোটারের খোঁজ নেই। মালদহ জেলাকে ঘিরেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সূত্রের খবর, মালদহে ভোটার তালিকায় খোঁজ নেই ৭ হাজার ১৭১ জনের। এছাড়া জেলা জুড়ে ৫ হাজার ৫৭২ জন মৃত ব্যক্তির নাম তালিকায় রয়ে গিয়েছে।
পদ্ধতি মেনে নোটিস জারি করে তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জেলার আধিকারিকদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এসআইআর-এর কাজ খতিয়ে দেখতে মালদহে গিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী, ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
জেলার প্রশাসনিক ভবনে জেলার নির্বাচন দফতরের পদস্থ আধিকারিকদের সঙ্গে তাঁরা বৈঠক করেন। পরে প্রশাসনিক ভবনে জেলাশাসক এবং বিডিওদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকেও উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। একটানা প্রায় আড়াই ঘন্টার বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এর কাজকর্ম নিয়েই মূলত পর্যালোচনা করা হয়। এসআইআরের কাজকর্মের নানা দিক খতিয়ে দেখেন তাঁরা। যাঁদের খোঁজ মিলছে না এবং যাঁরা মৃত তাঁদের সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
মালদহ জেলার ১২টি বিধানসভা এলাকায় ৭ হাজার ১৭১ জন ভোটারের খোঁজ মেলেনি। তাঁদের নামে এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। ইংরেজবাজার বিধানসভা এলাকায় সবচেয়ে বেশি ভোটারের হদিশ মিলছে না। সংখ্যাটা ১১৭৩। তারপরেই রয়েছে সুজাপুর বিধানসভা এলাকা। সুজাপুরে ৯৯৬ জনের খোঁজ মেলেনি। রতুয়ায় ৯৪৪ জনকে পাওয়া যায়নি। মানিকচকে ৮৩০ জন এবং বৈষ্ণবনগর কেন্দ্রে ৭৮৬ জনকে ফর্ম দেওয়া সম্ভব হয়নি।
শুধু তাই নয়, এদিনের বৈঠকে মালদহ জেলায় মৃত ভোটারের সংখ্যাটা দেখেও উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। ১২টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৫৭২ জন মৃত ভোটারের হদিশ মিলেছে। ২০২৫ সালের ভোটার তালিকায় নাম রয়ে গিয়েছে ওই মৃত ব্যক্তিদের। সূত্রের খবর, মৃত ভোটারের ক্ষেত্রেও জেলায় শীর্ষে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র। মারা যাওয়ার পর এই কেন্দ্রে নাম রয়ে গিয়েছে ১০১৭ জনের। সুজাপুর কেন্দ্রে ৮২২ জন, রতুয়ায় ৬৮২ জন, মানিকচকে ৬৪১ জন, মালদহ বিধানসভায় ৬১৯ জন এবং বৈষ্ণবনগরে ৫৯৪ জন মৃত ব্যক্তির হদিশ মিলেছে তালিকায়।
