Malda: আমবাগানে অষ্টম শ্রেণির ছাত্রীকে লাগাতার ধর্ষণ, টাকা নিয়ে অভিযোগ তুলে নিতে চাপ
Malda: নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার জল যাতে বেশি দূর না গড়ায় সে কারণে গ্রামে সালিশি সভা বসিয়েছিল মাতব্বরেরা। সেখানেই থানা থেকে অভিযোগ তুলে নিতে বলা হয়। বিনিময়ে আড়াই লক্ষ টাকার প্রলোভনও দেওয়া হয়েছে বলে তাঁরা জানাচ্ছেন।
মালদহ: বাড়ির সামনে থেকে তুলে নিয়ে আমবাগানে চলেছিল পাশবিক নির্যতন। চলে লাগাতার ধর্ষণ। গুরুতর আহত অবস্থায় বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অষ্টম শ্রেণির ছাত্রী। থানায় অভিযোগ দায়ের হলেও তা তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। চাপ দিচ্ছেন গ্রামের মাতব্বরা। নাম জড়িয়েছে তৃণমূলেরও। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে মালদহের মানিকচক থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার জল যাতে বেশি দূর না গড়ায় সে কারণে গ্রামে সালিশি সভা বসিয়েছিল গ্রামেরই মাতব্বরেরা। সেখানেই থানা থেকে অভিযোগ তুলে নিতে বলা হয়। বিনিময়ে আড়াই লক্ষ টাকার প্রলোভনও দেওয়া হয়েছে বলে তাঁরা জানাচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে এলাকায়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এলাকারই এক যুবক। সেই গত বুধবার ওই নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে পাশেই একটি আমবাগানে দীর্ঘ সময় ধরে ধর্ষণ করে বলে অভিযোগ।
বুধবার সন্ধ্যায় আমবাগান থেকেই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পাড়ার লোকজন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ইতিমধ্যেই অভিযুক্তের কড়া শাস্তিরও দাবি উঠেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনা মিটিয়ে নেওয়ার জন্য ঘটনার পর থেকেই আসতে শুরু করে চাপ। ঘটনায় মধ্যস্থতা করার চেষ্টা করেন এলাকার কিছু তৃণমূল নেতা। অভিযোগ তুলে নেওয়ার নিদান আসে গ্রামের সালিশি সভা থেকে। যদিও এরইমধ্যে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার মা। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।