Gazole Minor Harassment: হাতাহাতি, কষিয়ে থাপ্পড়, ‘ধর্ষিতার’ বাড়িতেই চুলোচুলি তৃণমূল-বিজেপি দুই মহিলার
Gazole Minor Harassment: ধর্ষিতা নাবালিকাকে দেখতে গিয়ে রাজ্যের কমিশন ও কেন্দ্রের কমিশনের বাক-বিতন্ডার মধ্যেই আচমকা হাতাহাতি-চুলোচুলিতে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি-র দুই মহিলা কর্মী। নির্যাতিতার বাড়ির সামনেই একে অন্যের সঙ্গে চুলোচুলি-মারামারি করতে থাকেন তাঁরা।
মালদা: একজন চুলের মুঠি ধরে টানছেন। অপরজন ঘুরিয়ে তাঁকে সপাটে থাপ্পড়। আর চিৎকার তো চলছেই। শনিবার সকালে এ হেন পরিস্থিতিতে রীতিমতো তোলপাড় মালদার গাজোল। ধর্ষিতা নাবালিকাকে দেখতে গিয়ে রাজ্যের কমিশন ও কেন্দ্রের কমিশনের বাক-বিতন্ডার মধ্যেই আচমকা হাতাহাতি-চুলোচুলিতে জড়িয়ে পড়েন তৃণমূল-বিজেপি-র দুই মহিলা কর্মী। নির্যাতিতার বাড়ির সামনেই একে অন্যের সঙ্গে চুলোচুলি-মারামারি করতে থাকেন তাঁরা।
আজ সকালে গাজোলে পৌঁছয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো এবং তাঁর দল। তড়িঘড়ি এলাকায় পৌঁছয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরাও। এ দিকে, রাজ্যের দলকে সেখানে দেখে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসী। কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এ দিকে গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন এলাকায় উপস্থিত হন স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মণ। তাঁরাও রাজ্যের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল কর্মীরা। এরপর শুরু হয় বিজেপি-তৃণমূল বচসা।
দুই রাজনৈতিক দলের ঝামেলা যখন তুঙ্গে তখন দেখা যায় হলুদ শাড়ি পরিহিত বিজেপির এক মহিলা কর্মীর সঙ্গে হাত ধরে টানাটানি চলছে নীল শাড়ি পরিহিত তৃণমূলের অপর মহিলা কর্মীর। এরপর দু’জনই একে অন্যের চুল ধরে টানতে থাকেন। হঠাৎ করেই তৃণমূলের ওই মহিলা সদস্য বেরিয়ে যাওয়ার আগে ঠাটিয়ে থাপ্পড় মারেন বিজেপি কর্মীকে।
এই ঘটনায় মার খাওয়া বিজেপি কর্মী বলেন, “এখানে আমরা কোনও গন্ডগোল করিনি। লোকাল কিছু তৃণমূলের ছেলে-মেয়ে এসে এই পরিদর্শনটাকে বাঞ্চাল করতে চাইছিল।” অপরদিকে, তৃণমূল কর্মী বলেন, “রাজ্য শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা এখানে রিপোর্ট নিতে এসেছিলেন। সেখানে বিজেপি নেতৃত্ব বাধা দেয়। আমাদের যিনি রাজ্য শিশু কমিশনের চেয়ারম্যান রয়েছেন তিনি বলেন আপনারা ঢুকলে আমরাও ঢুকব। আমরা চাইনা লুকিয়ে হোক। আমি যখন ওই এলাকা ছেড়ে যাচ্ছিলাম তখন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা আমায় আক্রমণ করেন।”