AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: এবার ‘বাংলা আবাস যোজনায়’ কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে

Malda: বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করেন পঞ্চায়েত প্রধানের স্বামী

TMC: এবার 'বাংলা আবাস যোজনায়' কাটমানি খাওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে
বাংলা আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে (নিজস্ব ছবি)
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 6:05 PM
Share

মালদা: শাসকদলের বিরুদ্ধে কাটমানির অভিযোগ আজকের নয়। একাধিকবার, একাদিক বিষয়ে তাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ উঠিয়েছে সমস্ত বিরোধীদল। তবুও যেন টনক নড়ছে না কিছু নেতা-কর্মীদের। আবাস যোজনায় আবারও কাটমানির অভিযোগ। অভিযোগ মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মনিরা খাতুনের স্বামী- শেখ সুলতান এর বিরুদ্ধে।

অভিযোগ, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কুড়ি হাজার টাকা দাবি করেন প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। টাকা না দিলে ঘর মিলবে না বলেও হুমকি দেন প্রধানের স্বামী শেখ সুলতান ও আরেক সদস্য মীর হামিদুল । এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে মানিকচক বিডিওর কাছে।

উল্লেখ্য গত দুদিন আগে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাবির আলীর বিরুদ্ধে বাংলা আবাস যোজনায় কাটমানির অভিযোগ ওঠে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বাঙালগ্রামের 8 জন উপভোক্তা মানিকচকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ।

গ্রাম পঞ্চায়েতের ভিএলই সাবির আলির বিরুদ্ধে তাদের অভিযোগ। ভিএলই তাদের কাছে বাংলা আবাস যোজনার ঘর বাবদ কুড়ি হাজার টাকা দাবি করেছেন। সেই দাবি মতো টাকা না দেওয়ায় বাঙ্গালগ্রামের ২৮ জন উপভোক্তার অ্যাকাউন্টে ঘরের কোনও টাকা ঢোকেনি বলে অভিযোগ। আর এই অভিযোগের মাত্র দুদিন পরে আবার একই অভিযোগ উঠল।

আবারও কাটমানি। অভিযোগ, প্রধানের স্বামী ও আরেক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মানিকচক বিডিওর কাটমানির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের উপভোক্তা রুবিনা খাতুন। অভিযোগকারিণী রুবিনা খাতুন বলেন, “আমার কাছে কুড়ি হাজার টাকা দাবি করে প্রধানের স্বামী ও পঞ্চায়েত সদস্য মীর হামিদুল। অগ্রিম দশ হাজার টাকা এবং অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরও দশ হাজার টাকা দাবি জানানো হয়। আমি খুব গরিব। দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় ঘরের জন্য তদন্ত আটকে রেখেছে। অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে এই বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রুবিনা খাতুন জানান, “মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমার স্বামী এ ব্যাপারে কোনও ভাবে যুক্ত নয়।”

আরও পড়ুন: Bangladesh: ‘আমরা প্রতিনিয়ত আইন ভঙ্গ করছি’, কেন এমন বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

আরও পড়ুন: Omicron Scare in Kolkata : আতঙ্ক বাড়ছে কলকাতায়! ওমিক্রন সন্দেহে বেলেঘাটা আইডিতে ভরতি বাংলাদেশ ফেরত বৃদ্ধ

আরও পড়ুন: Howrah: স্বাস্থ্যসাথীর রাজ্যে শয্যাশায়ী বাবাকে সুস্থ করতে রিকশা চালাচ্ছে ক্লাস সিক্সের ঝিলিক!