মালদহ: একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তিনিই আবার শাসকদলের বুথ এজেন্ট। অভিযোগ, বুথের ভিতর বসে ভোটারদের প্রভাবিতও করছেন। সোমবার সপ্তম দফার ভোটে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় মালদহের রতুয়ায়। ১৪৮ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, এ বিষয়ে তিনি ওয়াকিবহাল নন।
কুমারগঞ্জ জুনিয়র বেসিক স্কুলে সপ্তম দফায় ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়। ১৪৮ নম্বর বুথের ভোট চলাকালীন সংযুক্ত মোর্চার এক প্রতিনিধি অভিযোগ তোলেন স্থানীয় গ্রামপঞ্চায়েত প্রধান এখানে তৃণমূলের বুথ এজেন্ট। নাম সেরেনা বিবি। যিনি রতুয়া-২ ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রামপঞ্চায়েতের প্রধানও। তাঁর স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলি।
আরও পড়ুন: ঐশীকে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, ‘ভোট করাব যদি বাধা দেওয়া হয়’, পাল্টা হুঁশিয়ারি প্রার্থীর
সূত্রের খবর, সেরেনার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়। তবে তার এসব নিয়ে মোটে হেলদোল নেই। সেরেনা জানান, তাঁকে বসতে বলা হয়েছে, তাই তিনি বসেছেন। কাউকেই প্রভাবিত করছেন না। অন্যদিকে বুথের দায়িত্বে যে প্রিসাইডিং অফিসার রয়েছেন, তিনিও আমতা আমতা করছেন। তাঁর বক্তব্য, শাসকদলের বুথ এজেন্ট যে একজন গ্রামপঞ্চায়েত প্রধান, তা তিনি জানতেন না। সেক্টর অফিসারকে বিষয়টি জানাবেন।
আরও পড়ুন: সায়নীকে উদ্ধত তর্জনী পুলিসের ‘মাই নেম ইজ এন মণ্ডল’, ‘ডোন্ট শাউট’ পাল্টা প্রার্থী