Mamata Banerjee: ‘ভূমি দফতর ঘুঘুর বাসা, অফিসারদেরই ভাঙতে হবে’, বললেন ক্ষুব্ধ মমতা

Mamata Banerjee: বুধবার গঙ্গা সাগরের প্রশাসনিক বৈঠক চলাকালীন এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভূমি দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দফতরের কর্মীদের ফেলে রাখা সেই কাজ দ্রুত শেষ করতে হবে বলেও এ দিন নির্দেশ দেন তিনি।

Mamata Banerjee: 'ভূমি দফতর ঘুঘুর বাসা, অফিসারদেরই ভাঙতে হবে', বললেন ক্ষুব্ধ মমতা
দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 7:34 PM

কলকাতা : ভূমি দফতর ঘুঘুর বাসা। এটাকে ভাঙতে হবে। ‌গঙ্গা সাগরের প্রশাসনিক বৈঠকে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফতরের বিরুদ্ধে এ দিন প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন তিনি। কাজ ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন মতা। তাঁর দাবি, কাজ ফেলে রাখা চলবে না।

বুধবার গঙ্গা সাগরের প্রশাসনিক বৈঠক চলাকালীন এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভূমি দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দফতরের কর্মীদের ফেলে রাখা সেই কাজ দ্রুত শেষ করতে হবে বলেও এ দিন নির্দেশ দেন তিনি।

এ দিন, দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে জেলাশাসক, ব্লক আধিকারিক, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি সহ একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশাসনিক বৈঠকেই মুখ্যমন্ত্রীকে ভূমি দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ভূমি দফতরের বিরুদ্ধে তাঁর কাছে অভিযোগ জানান বারুইপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান শক্তিপদ মণ্ডল। মুখ্যমন্ত্রীকে তিনি জানান, এই এলাকায় ভূমি দফতর ঠিকমতো কাজ করছে না। কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে বলেও দাবি করেন তিনি, যার জন্য সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।

এই অভিযোগ শুনেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ভূমি দফতরের আধিকারিককে তিবনি জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে কেন?‌ এরপরই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‌ভূমি দফতর একটা ঘুঘুর বাসা। এটা ভাঙতে হবে। আমাদের অফিসাররাই এটা ভাঙবে।’‌এই বিষয়ে নজর দেওয়া জন্য এ দিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকেও নির্দেশ দেন তিনি।

সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখতে বলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সাধারণ মানুষ যদি আর অসুবিধায় পড়েন তাহলে তাঁর থেকে কেউ খারাপ হবে না বলেও অফিসারদের জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : Corona Vaccine: ৩ জানুয়ারি থেকে কলকাতার স্কুলে স্কুলে দেওয়া হবে করোনা টিকা, ঘোষণা মেয়রের