বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, মাংস খাবেন: মমতা বন্দ্যোপাধ্যায়

sreejayee das

|

Updated on: Feb 09, 2021 | 5:02 PM

কালনাতে দাঁড়িয়েও ‘দলত্যাগীদের’ এড়াতে পারলেন না তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, “আমরা বলি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল।

শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই বিভিন্ন সভায় ‘দল বদল’ নিয়ে সুর চড়ান মমতা। এর আগে নন্দীগ্রামেও মমতা বলেছিলেন, অনেকেই প্রচুর কালো টাকা করে ফেলেছেন। আর সেই টাকা সাদা করতেই ‘ভাজপা ওয়াশিং মেশিনে’ ঢুকেছেন। অকৃতজ্ঞরা এমনটা করেন বলে সেদিনও তোপ দেগেছিলেন তিনি। একইসঙ্গে বলেছিলেন, যে যেখানে যাচ্ছেন যেন ভাল থাকেন।

কালনাতে দাঁড়িয়েও ‘দলত্যাগীদের’ এড়াতে পারলেন না তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, “আমরা বলি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভাল। কয়েকটা দুষ্টু গরু ঘেউ ঘেউ করতে করতে, ঘেউ ঘেউ না হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছেন। নিজেদের দুর্নীতি চাপা দিতে চাইছেন। এরা গিয়েছে ভালই হয়েছে। পাপ বিদায় নিয়েছে।”