AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৬৬ লক্ষ কৃষককে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য: মমতা বন্দ্যোপাধ্যায়

sreejayee das

|

Updated on: Feb 09, 2021 | 5:07 PM

Share

আগামী জুন মাস থেকে কৃষকবন্ধু প্রকল্পে ৬ হাজার টাকা করে পাবেন বাংলার চাষিরা। ভাগচাষি ও খেতমজুররা পাবেন ৩ হাজার টাকা।

ভোট মিটলেও সরকার যে কৃষকবন্ধু প্রকল্প জারি রাখবে মঙ্গলবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবের মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন ‘আত্ম প্রত্যয়ী’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী জুন মাস থেকে কৃষকবন্ধু প্রকল্পে ৬ হাজার টাকা করে পাবেন বাংলার চাষিরা। ভাগচাষি ও খেতমজুররা পাবেন ৩ হাজার টাকা। একইসঙ্গে এই মাটি তীর্থ-কৃষি কথা প্রাঙ্গণ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। বোঝাতে চাইলেন, কৃষকদের সবরকম বঞ্চনার একমাত্র কারণ কেন্দ্র সরকার। মমতার আশঙ্কা, কেন্দ্রের তিন কৃষি আইন প্রত্যাহার না হলে কৃষকরা আলুসেদ্ধ ভাতও খেতে পারবেন না।

Published on: Feb 09, 2021 05:07 PM