এবার পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা মমতার

সায়নী জোয়ারদার | Edited By: সোমনাথ মিত্র

Nov 28, 2020 | 7:43 AM

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাগদি, বাউরি ও মতুয়া বোর্ডের সদর দফতরের ঘোষণা করেন। বাউরি বোর্ডের সদর দফতর হচ্ছে বাঁকুড়ায়। বাগদি বোর্ডের সদর দফতর বর্ধমানে, ঠাকুরনগরে মতুয়াদের সদর দফতর।

এবার পঞ্চানন বর্মার জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা মমতার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: পঞ্চানন বর্মা (Panchanan Barma)-এর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বাঁকুড়া (Bankura)-য়  প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, বহুদিন ধরেই এই পরিকল্পনা ছিল তাঁর। এর আগে বীরসা মুণ্ডার জন্মদিনেও সরকারি ছুটির কথা জানান মমতা।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাঁকুড়া সফর ঘিরে দানা বাঁধে ‘মূর্তি বিতর্ক’। স্থানীয় পুয়াবাগানে বীরসা মুণ্ডা ভেবে অন্য এক মূর্তিতে মাল্যদান করেন অমিত শাহ। সোমবারই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে মমতা এই ঘটনাকে কটাক্ষ করে বলেন, “একটা মূর্তিতে মালা দিল বীরসা মুণ্ডা বলে! বিদ্যাসাগরের মূর্তি ভাঙবে! আবার এসে মালা দিয়ে মিথ্যা বলবে, এটা তো হতে পারে না।” এরপরই বীরসা মুণ্ডার জন্মদিনে সরকারি ছুটির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

তার পরদিনই ফের মঙ্গলবার এই বাঁকুড়ার মাটিতে দাঁড়িয়ে পঞ্চানন বর্মা (Panchanan Barma)-এর জন্মদিনে সরকারি ছুটির কথা ঘোষণা করলেন। এদিন মমতা বলেন, “আমরা আগেই নেতাজী, বীরসা মুণ্ডা, পঞ্চানন বর্মা (Panchanan Barma)-এর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় তৈরি করেছি। পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি ঘোষণা ইচ্ছা অনেকদিন ধরেই। এটা হয়ে গেল, নিশ্চিন্ত।”

কোচবিহারের পঞ্চানন বর্মা মূলত রাজবংশী সম্প্রদায়ের মুখ। এই সম্প্রদায়ের মানুষকে অবহেলার বিরুদ্ধে আজীবন সোচ্চার থেকেছেন তিনি। রাজবংশীদের অধিকার আদায়ের জন্য তাঁকে রাজবংশীরা সম্প্রদায়ের জনকের সম্মান দেন।

আরও পড়ুন: খেজুরিতে শুভেন্দুর পোস্টারে ঘাসফুল প্রতীক, বরফ গলার ইঙ্গিত!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাগদি, বাউরি ও মতুয়া বোর্ডের সদর দফতরের ঘোষণা করেন। বাউরি বোর্ডের সদর দফতর হচ্ছে বাঁকুড়ায়। বাগদি বোর্ডের সদর দফতর বর্ধমানে, ঠাকুরনগরে মতুয়াদের সদর দফতর।

Next Article