Bagtui Massacre :’আতঙ্কপুরী’ রামপুরহাট, বগটুই ছাড়ছে বহু গ্রামবাসী, সন্ধে নামতেই তল্পিতল্পা গোটাল ভাদু শেখের পরিবারও
Bagtui Massacre : রামপুরহাটের বগটুইয়ের 'হত্যাকান্ড' নিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য জুড়ে। গোটা ঘটনায় ভীত, সন্ত্রস্ত বগটুইয়ের বাসিন্দা। একে একে গ্রাম ছাড়ছে বহু পরিবার।
রামপুরহাট : রামপুরহাটের বগটুইয়ের ‘হত্যাকান্ড’ নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। গোটা ঘটনায় ভীত, সন্ত্রস্ত বগটুইয়ের বাসিন্দারা। একে একে গ্রাম ছাড়ছে বহু পরিবার। রাতের রামপুরহাট পরিণত হয়েছে আতঙ্কপুরীতে। মখে কুলুপ এঁটেছেন গ্রামবাসীরা। টিভি৯ বাংলার প্রতিনিধি প্রশ্ন নিয়ে গেলে মুখ খুলছেন না বাকি গ্রামবাসীরা। তাঁদের স্পষ্ট জবাব, ‘আমাদের মাফ করুন। আমরা বলতে পারব না।’ তাই প্রশ্ন উঠছে ভয় কীসের! উল্লেখ্য, এই গ্রামের একটি বাড়ি থেকেই সাতটি অগ্নিদগ্ধ দেহ পাওয়া গিয়েছে। সেই বাড়ির প্রতিবেশীরা অনেকেই গ্রাম ছেড়েছেন। এদিকে যাঁরা এখনও অবধি গ্রামে রয়েছেন তাঁরা এই বিষয়ে কোনও কথা বলছেন না। গতরাতে বোম পড়েছে, হই হট্টগোল হয়েছে, একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এত চিৎকার। প্রতিবেশীদের জিজ্ঞাসা করা হয়েছে কেউ কিছু দেখেছেন কি না। কিন্তু সকলেই মুখে কুলুপ এঁটেছেন। এক আতঙ্কের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা গ্রামকে। ভাদু শেখের পরিবারও গ্রাম ছেড়েছে। এই ভাদু শেখই গতকাল দুষ্কৃতীদের বোমা হামলায় প্রাণ হারান বলে অভিযোগ। আর তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাদু শেখের পরিবার জানিয়েছেন, এই রাতে তাঁদের উপর দুষ্কৃতীদের হামলা হতে পারে। পুলিশের উপর তাঁদের কোনও ভরসা নেই। সেই ভয়ে তাঁরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। ভাদু শেখের পরিবারের পাশাপাশি সন্ধ্যা হতেই গ্রাম ছেড়েছেন অন্যান্য বহু বাসিন্দারা। গতকাল রাতেই বহু পরিবার গ্রাম ছেড়েছেন বলে জানা গিয়েছে। বগটুই গ্রামের বহু বাড়িতে ঝুলছে তালা। যেন চাপা একটা আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। তবে প্রশ্ন একটাই, আতঙ্ক কীসের!
আরও পড়ুন : Bagtui Massacre: গ্রাউন্ড জ়িরো থেকে: পোড়া গন্ধ নাক আসতেই দলা পাকিয়ে বেরিয়ে আসছে….