Medinipur: আবাসে ৩০ হাজার টাকা ‘কাটমানি’, না-দিলে বাড়ি তৈরি বন্ধ, কাঠগড়ায় তৃণমূল নেতা

Ashim Bera | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 11, 2023 | 1:06 PM

Medinipur: পরিবারের সদস্যদের নিয়ে জোরাজীর্ণ বাড়িতে দীর্ঘদিন বসবাস করছেন ঝরনা। প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়স্থলে মাথা গুঁজতে হয়েছে তাঁকে।  অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে ছোট্ট একটি পাকা বাড়ি তৈরি করছেন।

Medinipur: আবাসে ৩০ হাজার টাকা ‘কাটমানি’, না-দিলে বাড়ি তৈরি বন্ধ, কাঠগড়ায় তৃণমূল নেতা
বাড়ি তৈরিতে কাটমানি চাওয়ার অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

মেদিনীপুর: বাড়ি তৈরি করতে দিতে হবে ৩০ হাজার টাকা। আর সেই টাকা না দেওয়ায় বাড়ি তৈরির কাজই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রাম এলাকার। ঝর্না বড়দোলই নামে এক মহিলার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে।

পরিবারের সদস্যদের নিয়ে জোরাজীর্ণ বাড়িতে দীর্ঘদিন বসবাস করছেন ঝরনা। প্রাকৃতিক দুর্যোগ ঘটলে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়স্থলে মাথা গুঁজতে হয়েছে তাঁকে। অনেকের সাহায্য সহযোগিতা নিয়ে ছোট্ট একটি পাকা বাড়ি তৈরি করছেন। অভিযোগ তাতেই বাধা দিচ্ছেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।

ঝর্নার দাবি, বাড়ি তৈরির প্রথম থেকেই তাঁর কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে। অভিযোগ, টাকা চাইছেন দীর্ঘ গ্রামের রাম পণ্ডিত, বাপি বেরা, কচন হাজরা বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। বাড়ি তৈরি করতে হলে তাঁদের ৩০ হাজার টাকা দিতে হবে, না হলে তাঁরা কাজ বন্ধ করে দেবেন বলে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত অভিযোগ করেছেন মহিলা।

যদিও অভিযুক্ত তৃণমূল কর্মী বাপী বেরার সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মনসুকা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র অবশ্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই ধরনের কাজের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেবেন। ওই মহিলাকেও সতর্ক করেছেন, কোনও কাজের জন্য কোনও কর্মীকে পয়সা যাতে তিনি না দেন। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article