SIR in Bengal: SIR আবহে বিশেষ উদ্যোগ মুসলিম কমিটির, মঙ্গলবার থেকে শুরু হবে শিবির

SIR Help Centre in Medinipur: ঠিক যে দিন থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম প্রদানের মাধ্য়মে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু করবেন, সেদিন থেকেই শুরু হয়ে যাবে সহায়তা শিবিরের কাজ। এদিন ওই মুসলিম কমিটির সম্পাদক বলেন, 'অনেক মানুষই ভয়ে রয়েছেন। তাঁরা ভাবছেন, তাঁদের হয়তো নাম বাদ চলে যাবে। কিন্তু এমন ভয়ের কোনও কারণ নেই। মানুষকে এই নিয়ে সচেতন করতে হবে।'

SIR in Bengal: SIR আবহে বিশেষ উদ্যোগ মুসলিম কমিটির, মঙ্গলবার থেকে শুরু হবে শিবির
তৈরি শিবিরImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Nov 01, 2025 | 10:46 PM

মেদিনীপুর: কারওর মনে আতঙ্ক, কেউ আবার তালিকা নিয়ে চিন্তিত। কারওর কাছে SIR প্রতীক্ষার অবসান। কারওর কাছে বাংলার রাজনৈতিক অধ্যায়ে আরও একটা মোড়। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে তুলনামূলক ভাবে একটা বড় অংশের কাছে এই এসআইআর ‘চাঁদ ছোঁয়ার’ মতো বিষয়। কী, কেন হয়, কোন কাগজ, কোন কাগজ লাগবে না – সব কিছু নিয়েই রয়েছে ধন্দ।

এই আবহে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে মানুষের মনে তৈরি হওয়ার ‘অন্ধকার’ দূর করতে তৎপর মেদিনীপুর শহরের মুসলিম কমিটি। তাঁদের উদ্যোগেই ওই জেলায় শুরু হতে চলেছে একটি সহায়তা শিবির। যেখানে SIR সম্পর্কে একদিকে মানুষকে সচেতন করা হবে, দেওয়া হবে প্রয়োজনীয় তথ্য়। অন্য দিকে, যাঁরা বিএলও-দের দেওয়া ফর্ম পূরণে অপারগ হবেন, তাঁদের ফর্ম ফিল-আপ করতে সাহায্য় করবেন শিবিরে উপস্থিত প্রতিনিধিরা।

কিন্তু কবে থেকে শুরু হচ্ছে এই শিবির? আয়োজকরা জানিয়েছেন, আগামী ৪ঠা নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে শিবিরের কাজ। অর্থাৎ ঠিক যে দিন থেকে বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম প্রদানের মাধ্য়মে এসআইআর প্রক্রিয়ার কাজ শুরু করবেন, সেদিন থেকেই শুরু হয়ে যাবে সহায়তা শিবিরের কাজ। এদিন ওই মুসলিম কমিটির সম্পাদক সরফরাজ খান বলেন, ‘অনেক মানুষই ভয়ে রয়েছেন। তাঁরা ভাবছেন, তাঁদের হয়তো নাম বাদ চলে যাবে। কিন্তু এমন ভয়ের কোনও কারণ নেই। মানুষকে এই নিয়ে সচেতন করতে হবে।’

সম্প্রতি, এসআইআর প্রক্রিয়ায় জনস্বার্থে পুরসভায় আইনি সহায়তা কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছিল সিউরি পুরসভার চেয়ারম্য়ান উজ্জ্বল চট্টোপাধ্য়ায়। তখনও ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কথা ঘোষণা হয়নি। কিন্তু তাঁর হাওয়া বুঝে সেই শিবিরের ঘোষণা করে দিয়েছিলেন তিনি। এবার আরও একটি সহায়তা কেন্দ্র তৈরি হতে চলেছে মেদিনীপুর শহরের বুকেও।