‘তোলাবাজ ভাইপো হঠাও’, বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু

মুকুলদা বলেছিলেন, যেখানে আত্মসম্মান নেই, থাকিস না, চলে আয়: শুভেন্দু

'তোলাবাজ ভাইপো হঠাও', বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু
বিজেপিতে যোগদানের পর মেদিনীপুরের মঞ্চে ভাষণ রাখছেন শুভেন্দু অধিকারী
Follow Us:
| Updated on: Dec 19, 2020 | 7:01 PM

মেদিনীপুর: প্রত্যাশিতভাবেই এদিন নির্ঘণ্ট মেনে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মেদিনীপুরের কলেজ মাঠের মঞ্চে এদিন তাঁকে বরণ করে নেন দেবশ্রী চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পাশেই বসে ছিলেন তিনি। তবে সভায় উপস্থিত সকলে তো বটেই, গোটা বঙ্গ রাজনীতির বিশ্লেষকরা তাকিয়ে ছিলেন শুভেন্দু অধিকারীর দিকেই। বিজেপিতে যোগ দিয়ে প্রথম ভাষণে তাঁর প্রাক্তন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ৯টি বাণে বিদ্ধ করলেন তিনি….

১. অমিত শাহ আমার বড়ভাই দাদা, দেশের আন বাণ শান: শুভেন্দু

২. অমিত শাহর সঙ্গে সম্পর্ক অনেক দিনের, ২০১৪ সালেই তিনি আমাকে দর্শন দিয়েছিলেন। তিনি আমাকে ভাইয়ের মতো ভালোবাসতেন: শুভেন্দু

৩. যখন আমার করোনা হয়েছিল, যাঁদের জন্য অকৃতদার থেকেছি, যাঁদের জন্য গ্রামে গ্রামে ঘুরেছি, তাঁরা আমার খোঁজ নেননি, অমিত শাহ আমার খোঁজ নিয়েছিলেন: শুভেন্দু

৪. শুভেন্দু আপনাদের ওপর খবরদারি করবেন না, মাতব্বরিও করবেন না, নেতৃত্ব যা করতে বলবেন করব, পতাকা লাগাতে বললে তাই করব: শুভেন্দু

৫. মুকুলদা বলেছিলেন, যেখানে আত্মসম্মান নেই, থাকিস না, চলে আয়: শুভেন্দু

৬. ‘অনেকে আমাকে বিশ্বাসঘাতক বলছে! প্রতিষ্ঠার পর এনডিএ-র শরিক ছিল তৃণমূল । এবারও দ্বিতীয় হবেন মমতা, প্রথম হবে বিজেপিই: শুভেন্দু

৭. আমি নিজের মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি? কে আমার মা? আমার জন্মদাত্রী মা গায়ত্রী অধিকারী, অন্য কেউ নয়। মা বলতে হলে ভারতমাতাকে বলব, অন্য কাউকে নয়।: শুভেন্দু

৮. আমি মনেপ্রাণে চাই, কলকাতা আর দিল্লিতে একই সরকার থাকুক, নাহলে বাংলা বাঁচবে না: শুভেন্দু

আরও পড়ুন: লাইভ: ‘বড় দাদা’কে পাশে বসিয়ে শুভেন্দুর হুঙ্কার ‘তোলাবাজ ভাইপো হঠাও’

৯. কাল একটা ভিডিয়ো পাঠিয়েছেন আমাকে, একটা কর্মসূচির ভিডিয়ো। যেখানে আমি বলছিলাম, ‘বিজেপি হটাও’। আমি তাঁর নীচে লিখলাম আমি যখন যে দলে থাকি, সেই দলে মনপ্রাণ দিয়ে কাজ করি। এবার থেকে মিছিলে গিয়ে বলব, ‘তোলাবাজ ভাইপো হঠাও।’: শুভেন্দু