
কোচবিহার: বুধবার মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্র। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাও রয়েছে। যুদ্ধ হলে কীভাবে জনগণ নিজেকে রক্ষা করবেন সেই কারণেই বুধবারের এই মক ড্রিল। তবে এই মহড়াকে কার্যত কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বক্তব্য, আয়না না ঘষে কেন্দ্রের উচিৎ নিজের মুখ পরিষ্কার করা।তাহলে আর কালো দাগ থাকবে না।
প্রসঙ্গত, বাংলার যে সকল জায়গায় আগামিকাল মহড়া হবে, তার মধ্যে অন্যতম হল কোচবিহারের দিনহাটা। আর এখানকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়নের গুহর দাবি, বিজেপি-র শক্তি বাড়াতে দিনহাটাকে বেছে নেওয়া হয়েছে মকড্রিল করার জন্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বক্তব্য, “আমরা যুদ্ধ দেখেছি। শেষ একাত্তরের যুদ্ধ দেখেছি। তখনও কেউ শেখায়নি। নিজেরাই যা যা করার শিখে নিয়ে করেছিলাম। এখন যুদ্ধ-যুদ্ধ আওয়াজ শুনছি। কেন্দ্র রাজ্যকে বলছে এগুলো করতে হবে। মকড্রিল হবে দিনহাটায়। যেখান থেকে কাছের পাকিস্তানের সীমান্ত ২২০০ কিমি। আরও অন্যান্য জায়গা আছে। বিজেপি আসলে এখানে সুবিধা করতে পারছে না। তাই দেশপ্রেমের সুড়সুড়ি দিয়ে যদি কিছু মানুষকে আবার বিজেপি মুখী করা যায়।” রাজ্যের মন্ত্রীর বার্তা, “দুই পারমানবিক শক্তির মধ্যে যুদ্ধ উচিত নয়। এতে মানুষেরই ক্ষতি হবে। যুদ্ধ না করে এটা ভাবুক জঙ্গিদের কীভাবে জব্দ করা যায়। এটা বেশি করে ভাবুক, কী করে লোককে মারল, কী করে ওই লোকগুলো ঢুকল, কী করে এতক্ষণ গুলি চালাল, কী করে ফেরত চলে গেল। তাই আয়নাকে না ঘষে যদি নিজের মুখ পরিষ্কার না করে তাহলে কালো দাগ থাকবে না। এটা করুক কেন্দ্র।”
প্রসঙ্গত, এই মকড্রিল প্রসঙ্গে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য আগেই বলেন, “সাধারণ মানুষ বলছে গলি থেকে রাজপথ ‘এনাফ ইজ এনাফ’। যারা এর মূল মদতদাতা তাদের উৎখাত। জল মাথার ওপর দিয়ে বইছে। নরেন্দ্র মোদী যা বলেন সেটা করেন।”