পবন পুত্রের মন্দিরে অর্জুন পুত্র, প্রার্থী না হয়েই প্রচার শুরু করে দিলেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক

tista roychowdhury | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 17, 2021 | 10:58 AM

 ২০১৬ বিধানসভার বিজয়ী বিধায়ক শীলভদ্র দ্ত্ত সদ্যই ঘাসফুল শিবির থেকে পদ্মফুল শিবিরে গিয়েছেন। ব্যারাকপুরে এবার বিজেপির তরফে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও স্পষ্ট নয়।

পবন পুত্রের মন্দিরে অর্জুন পুত্র, প্রার্থী না হয়েই প্রচার শুরু করে দিলেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক
প্রচারে পবন, ছবিসূত্র : ফেসবুক

Follow Us

উত্তর ২৪ পরগনা: সদ্যই মোট চার দফা প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে বিজেপির (BJP)। সেই চার দফার মধ্যে শুধু ভাটপাড়া কেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কোনও আসনেই কোনও প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। কিন্তু তার আগেই মঙ্গলবার থেকে প্রচার শুরু করলেন ভাটপাড়ার বিদায়ী বিধায়ক পবন কুমার সিং।

এদিন, হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারে নামেন পবন। প্রার্থী ঘোষণার আগেই এ হেন প্রচারের কারণ সম্পর্কে তিনি জানান, আম জনতার উন্নতিকল্পে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প তৈরি হয়েছে। কিন্তু, বাংলায় তৃণমূল কংগ্রেসের (TMC) সরকার সেই প্রকল্প চালু হতে দিচ্ছে না। সাধারণ মানুষ যেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি থেকে বঞ্চিত না হয়, মানুষকে সচেতন করতেই এই প্রচার চালাচ্ছেন অর্জুন পুত্র। এই প্রচার আগামিদিনেও চলবে বলেই জানিয়েছেন বিদায়ী বিধায়ক। এদিন পবন আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার ভাজপার সরকারই আসবে। সেই জন্য আমরা কর্মীরা প্রচারে নেমেছি।’

প্রসঙ্গত, এই প্রচারে বিশেষ কোনও প্রার্থীর নাম শোনা না গেলেও প্রশ্ন উঠছে এবারেও কি ভাটপাড়ায় প্রার্থী হতে চলেছেন পবন? অন্যদিকে, গতকালই ব্যারাকপুরে প্রচার করেছেন অর্জুন সিং। ব্যারাকপুর সাংসদের সেই প্রচারেও কোনও প্রার্থীর নাম শোনা যায়নি। বরং, বিজেপির (BJP) নামে জয়ধ্বনি ও দলীয় স্লোগানই শুনতে পাওয়া গিয়েছে।

উল্লেখ্য, একুশের নির্বাচনে শাসক শিবিরের তরফে ব্যারাকপুরের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন রাজ চক্রবর্তী। ২০১৬ বিধানসভার বিজয়ী বিধায়ক শীলভদ্র দত্ত সদ্যই ঘাসফুল শিবির থেকে পদ্মফুল শিবিরে গিয়েছেন। ব্যারাকপুরে এবার বিজেপির তরফে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: বিজেপিতেও বিধি বাম! বিশ্বনাথকে প্রার্থী করায় ‘বেসামাল’ গোঘাটের গেরুয়া শিবির

 

 

 

Next Article