লাখো বুটের শব্দ শুনবে রাজ্য, বাংলা মুখী আরও ২০০ কোম্পানি বাহিনী

ঋদ্ধীশ দত্ত |

Mar 31, 2021 | 7:58 PM

চতুর্থ দফার ভোটের সময় থেকেই ১ লক্ষ আধাসেনা সদস্য উপস্থিত থাকবেন রাজ্যে। বাংলার নির্বাচনী ইতিহাসে ইতিপূর্বে কোনও ভোটে এত বিরাট সংখ্যক আধাসেনা মোতায়েন করার উদাহরণ নেই।

লাখো বুটের শব্দ শুনবে রাজ্য, বাংলা মুখী আরও ২০০ কোম্পানি বাহিনী
ফাইল ছবি

Follow Us

কলকাতা: একুশের বঙ্গযুদ্ধে (West Bengal Assembly Election 2021) রাজ্য জুড়ে শোনা যাবে শুধুই বুটের শব্দ। কারণ বুধবার আরও অতিরিক্ত কেন্দ্রীয় আধাসেনা (Central Forces) বাহিনী নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, রাজ্যে আরও ২০০ কোম্পানি আধাসেনা নিয়ে আসা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, আগামী ৮ এপ্রিলের মধ্যে আরও ২০০ কোম্পানি আধাসেনা রাজ্যে এসে পৌঁছে যাবে। ১০ এপ্রিল রাজ্যে চতু্র্থ দফার ভোট। তার আগে এই বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই রাজ্যে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনার পরও কেন আরও ২০০ কোম্পানি আধাসেনা আনা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

কেননা, আট দফায় নির্বাচন হওয়া সত্ত্বেও রাজ্যে এ বার প্রায় ১০০০ কোম্পানি কেন্দ্রীয় আধাসেনা বাহিনী মোতায়েন করা হচ্ছে। ১০০০ বাহিনী অর্থাৎ চতুর্থ দফার ভোটের সময় থেকেই ১ লক্ষ আধাসেনা সদস্য উপস্থিত থাকবেন রাজ্যে। বাংলার নির্বাচনী ইতিহাসে ইতিপূর্বে কোনও ভোটে এত বিরাট সংখ্যক আধাসেনা মোতায়েন করার উদাহরণ নেই।

আরও পড়ুন: নন্দীগ্রামে বহিরাগতদের ‘নো এন্ট্রি’, সীমান্ত সিল করল কমিশন

কিন্তু ঠিক কী কারণে রেকর্ড সংখ্যক বাহিনী আসছে রাজ্যে? কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার পর দ্বিতীয় দফায় সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। যে কারণে এই বিপুল সংখ্যক আধাসেনা সরবরাহের দাবি জানানো হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সেই মোতাবেক আরও ২০০ কোম্পানি আধাসেনা আসছে রাজ্যে।

আরও পড়ুন: ‘হুমকি’ দিচ্ছেন অনুব্রত, নিরাপত্তা চেয়ে মোদীকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যর

 

Next Article