Sandeshkhali: মৌসুমি-টুম্পাদের সন্দেশখালিতে বাধা, পথে বসে পড়লেন কামদুনির প্রতিবাদীরা
Sandeshkhali: মৌসুমি ও টুম্পা এদিন পুলিশের সঙ্গে কথা বলেন। কেন তাঁদের আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন। মৌসুমিরা এদিন পাপিয়া দাস নামে এক মহিলার সঙ্গে দেখা করতে যাবেন বলে পুলিশদের জানান। পাপিয়ার স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তাঁরা। আইনের ঊর্ধ্বে গিয়ে বা আইন না ভেঙেই তাঁরা যেতে চান বলে জানান।
সন্দেশখালি: সন্দেশখালিতে গেলেন কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। এদিকে এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ফলে শনিবার তাঁদের ঢুকতে বাধা দেয় পুলিশ। এরপর রাস্তাতেই বসে পড়েন মৌসুমিরা। রামপুরের কাছে বসে পড়েন তাঁরা। মৌসুমি বলেন, “উপর থেকে ওনাদের আদেশ দেওয়া হয়েছে আমাদের আটকানোর জন্য। তাই এত পুলিশ মাত্র দু’জনের জন্য। আমরা তো একটা লাঠিও ভাঙতে পারব না। আমাদের সেই ক্ষমতাও নেই। অথচ আমাদের জন্য় এত পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে।”
মৌসুমি ও টুম্পা এদিন পুলিশের সঙ্গে কথা বলেন। কেন তাঁদের আটকানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন। মৌসুমিরা এদিন পাপিয়া দাস নামে এক মহিলার সঙ্গে দেখা করতে যাবেন বলে পুলিশদের জানান। পাপিয়ার স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তাঁরা। আইনের ঊর্ধ্বে গিয়ে বা আইন না ভেঙেই তাঁরা যেতে চান বলে জানান। জামিনের ব্যবস্থা করতে চান বলেই এসেছেন বলে জানান তিনি। যদিও পুলিশ তাতে অনুমতি দেয়নি।
মৌসুমির দাবি, পুলিশের কাছে লিখিত কোনও কিছুই নেই। একইসঙ্গে তিনি বলেন, ১৪৪ ধারা যদি বহালও থাকে, সেখানেও তো আমরা যেতেই পারি দু’জন। আইনে কোথাও কি লেখা আছে ১৪৪ ধারায় দু’জন যেতে পারেন না? কামদুনির মৌসুমি, টুম্পারা পুলিশের উদ্দেশে বলেন, “এখানকার মহিলারা যখন নিরাপত্তাহীনতায় বোধ করছিলেন, তখন কিছু করেননি। এখন সাধারণ মানুষকে আটকাচ্ছেন কেন?”





