মমতার পাশে নুসরত, ‘তবু লোক নেই সভায়’, তোপ বিজেপির
স্বাস্থ্যসাথী , সবুজসাথী, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী সাংসদ এদিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে আছে।
পশ্চিম মেদিনীপুর: নির্বাচনী প্রচারে এবার পথে নামলেন তৃণমূলের (TMC) তারকা সাংসদ নুসরত জাহান। বৃহস্পতিবার, দাসপুরের তৃণমূল প্রার্থী মমতা ভুঞ্যার হয়ে জনসভা করেন নুসরত। এদিনের জনসভায় বক্তব্য রাখেন মমতা ও নুসরত।
স্কুলের মাঠের সভা থেকে নুসরত গেরুয়া শিবিরকে (BJP) তোপ দেগে বলেন, ‘ওরা আমাদের সংস্কৃতি জানে না। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এমনকী মা দুর্গাকেও ছাড়েনি। কখন কোথায় কী বলতে হয় জানে না। কে কী করছে, কে কার সঙ্গে ঘুরছে, প্রেম করছে বিয়ে করছে—-এই খবর সারাদিন দেখলে মানুষের হয়ে কাজ করবে কখন?’ মুখ্যমন্ত্রীর চোট পায়ে চোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এত বড় আঘাত নিয়েও দিদি লড়াই করে চলেছেন একা। তাই আমি, আপনারা শান্তিতে আছি। আপনারা শান্তির সরকার চান না বিভেদের রাজনীতি চান?’
এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভূয়সী প্রশংসা করে বসিরহাটের সাংসদ বলেন, ‘আমি দিদিকে দেখে দল করি। দিদির আদর্শে বিশ্বাস করে দল করি। ওই মানুষটার ভালবাসার টানে আজ আমি এখানে। আমাদের দলের কোনও কর্মী যদি ভুল করে থাকে তবে মনে রাখবেন আমরা কেউ নই। আমাদের দল একজনেরই। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকজন নেতা দল ছেড়ে গেলেও কিছু যাবে আসবে না। কারণ, খেলা হবে, দেখা হবে, জেতা হবে।’
স্বাস্থ্যসাথী , সবুজসাথী, কন্যাশ্রী-সহ একাধিক প্রকল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী সাংসদ (MP) এদিন জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গে মানুষ শান্তিতে আছে। এদিনের সভায় মঞ্চে বক্তব্য রাখেন মমতা ভুঞ্যাও। অভিনেত্রী সাংসদকে সভায় উপস্থিত থাকার জন্য ধন্যবাদও জানান তিনি।
তৃণমূলের (TMC) এই জনসভাকে যদিও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির (BJP)। দাসপুরের বিজেপি প্রার্থী প্রশান্ত বেরা বলেন, ‘অভিনেত্রীকে এনেও ফাঁকা মাঠে সভা করতে হচ্ছে তৃণমূলকে। ঘাসফুলের দুর্দিন বোধহয় চলে এল।’
উল্লেখ্য, কিছুদিন আগেই যাদবপুরের (Jadavpur) তারকা সাংসদ মিমি চক্রবর্তীও চন্দ্রকোণা ও ঘাটালের তৃণমূল প্রার্থীর হয়ে জোড়া রোড-শো করেছিলেন।
আরও পড়ুন: ‘আয় মুকুল খেলবি আয়, এই মাটিতেই খেলবি আয়’, ‘চাণক্যকে’ ময়দানে আহ্বান কল্যাণের