Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

North 24 Pargans News: হৃদয়পুর মোড় থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ২

ধৃত দুজনেই মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের হৃদয়পুর মোড়ে বন্ধ পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

North 24 Pargans News: হৃদয়পুর মোড় থেকে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ২
বারাসতের হৃয়পুর মোড় থেকে মাদক সহ ধৃত ২।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 01, 2023 | 2:56 PM

বারাসত: মাদক-বিরোধী অভিযানে তৎপর রাজ্য প্রশাসন। এবার বারাসতের হৃদয়পুর মোড় থেকে গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করল STF ও বারাসাত থানার পুলিশ (Barasat Police)। ধৃতদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা (Drugs) উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

পুলিশ জানায়, মাদক সহ ধৃত ২ জনের নাম অক্কাশ শেখ ও টিঙ্কু শেখ। দুজনেই মুর্শিদাবাদের রানিনগরের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বারাসতের হৃদয়পুর মোড়ে বন্ধ পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্কাশ শেখ ও টিঙ্কু শেখ মুর্শিদাবাদ থেকে গাড়িতে গাঁজা বোঝাই করে নিয়ে আসে এবং বারাসাতের হৃদয়পুর মোড়ে বন্ধ পেট্রোল পাম্পের কাছে হাত বদল করার পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে এদিন আগে থেকেই বারাসত থানার পুলিশকে সঙ্গে নিয়ে হৃদয়পুর মোড়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি শুরু করে STF। সেই তল্লাশি অভিযানেই ধরা পড়ে অক্কাশ শেখ ও টিঙ্কু শেখ। তাদের গাড়ি থেকে উদ্ধার হয় ৩৫ কেজি গাঁজা। এই গাঁজার বাজারমূল্য এখনও পুলিশের তরফে স্পষ্ট করা হয়নি। তবে লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে অনুমান করপা হচ্ছে।

মুর্শিদাবাদের যুবক অক্কাশ শেখ ও টিঙ্কু শেখ নিজেদের জেলা থেকেই পাচারের উদ্দেশ্যে গাঁজা এই জেলায় নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে এই জেলায় কাদের হাতে গাঁজা পাচার করার পরিকল্পনা ছিল, এখান থেকে এই মাদক কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই মাদক পাচারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে বারাসত পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এই পাচার চক্রের পাণ্ডাদের হদিশ মিলবে বলে পুলিশের দাবি।