Murshidabad Unrest: ওয়াকফ বিরোধিতায় মোদীর বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’, TMC চেয়ারম্যানের হুঙ্কারের পরেই কি অশান্তি ছড়াল ধুলিয়ানে?

Murshidabad Unrest: ওয়াকফের আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঙ্কার তৃণমূল নেতার। একাংশের প্রশ্ন, তারপরেই কি হাতের বাইরে চলে গেল পরিস্থিতি?

Murshidabad Unrest: ওয়াকফ বিরোধিতায় মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, TMC চেয়ারম্যানের হুঙ্কারের পরেই কি অশান্তি ছড়াল ধুলিয়ানে?
তৃণমূলের পুরসভা চেয়ারম্যান ইনজামাম উল ইসলামImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Apr 14, 2025 | 4:23 PM

মুর্শিদাবাদ: অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় বাহিনী। গত দিন তিনেক ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও ধুলিয়ান হয়ে উঠেছে অশান্তির কেন্দ্রস্থল। মালদা-মুর্শিদাবাদের নানা জায়গায় অশান্তি ছড়ানোর নেপথ্য়ে বাংলাদেশি জঙ্গি সংগঠনের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এবার সেই ধুলিয়ান হয়েই উঠে এল অন্য ছবি।

ওয়াকফের আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুঙ্কার তৃণমূল নেতার। একাংশের প্রশ্ন, তারপরেই কি হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? ইতিমধ্য়ে সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়েছে তৃণমূল নেতার ভাষণের সেই ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, গত শুক্রবার ধুলিয়ানের পুরসভা চেয়ারম্যান ইনজামাম উল ইসলাম একটি সভা থেকে কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন।

ইনজামামের হুঙ্কার, ‘আমি ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, অ্যালানে জং। এবার এই ওয়াকফ আইনের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে সেই অ্যালানে জং-এ নামতে হবে।’ তার এই ভাষণের পর থেকেই কি ধুলিয়ানে তৈরি হয়েছে অশান্তি পরিস্থিতি, প্রশ্ন একাংশের। এই প্রসঙ্গে ইনজামামকে টিভি৯ বাংলার তরফে ফোন করা হলে, তিনি ফোন তোলেন, তাকে সেই ভিডিয়ো শোনানো হয়। কিন্তু তারপরেই ফোন কেটে দেন ওই নেতা।

উল্লেখ্য়, ওয়াকফ নিয়ে যখন দফায় দফায় আন্দোলন চড়েছে মুর্শিদাবাদে। সেই আবহে ওয়াকফ নিয়ে হুঙ্কার তুলতে দেখা গিয়েছে আরও এক তৃণমূল নেতাকেও। তিনি কিন্তু আবার কোনও সাধারণ নেতা নন। তিনি মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার। তাঁর দাবি, ‘সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষার দায়িত্ব তাদেরই। ওয়াকফ সম্পত্তি কারোর বাবার সম্পত্তি নয়। এটা একটা সম্প্রদায়ের সম্পত্তি। তাই সেই সম্পত্তির দিকে কেউ চোখ তুলে তাকালে, তার চোখ উপড়ে নেব।’ আপাতত এই দুই নেতাকে নিয়েই অস্বস্তিতে ঘাসফুল শিবির।