মুর্শিদাবাদ: তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠল। কংগ্রেসের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছে তৃণমূল। বোমাবাজির জেরে আহত হয়েছেন তিন জন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের মানিকচক অঞ্চলের বাউরিমারি এলাকায়। সেই অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।
মুর্শিদাবাদের ওই এলাকায় প্রচারে বেরিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তখন উপস্থিত ছিলেন লালগোলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলশাদ আলি। তিনি চলে যাওয়ার পর স্থানীয় তৃণমূল কর্মীরা যখন ফিরছিলেন তখনই মুড়ি মুড়কির মতো বোমা মারা হয় বলে অভিযোগ। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বোমা মেরেছে বলে অভিযোগ তৃণমূলকর্মীদের। ঘটনায় আহত হন তিন তৃণমূল কর্মী। প্রথমে তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে। কিন্তু দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এ বিষয়ে আহত এক তৃণমূল কর্মী বলেছেন, “আমরা প্রচার শেষ করে ফিরছিলাম। সে সময় আমাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। প্রাক্তন প্রধানের বাড়ির কাছে আমাদের উপর বোমা মারা হয়। কংগ্রেসের লোকেরা আমাদের মেরেছে।” যদিও বোমা মারার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের নিজেদের লোকেরাই এই কাজ করেছে বলে পাল্টা দাবি কংগ্রেসের।