Murshidabad: সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে ৫ নাবালিকাকে পাচারের চেষ্টা, শোরগোল মুর্শিদাবাদে

Murshidabad: বৃহস্পতিবার সকালে এই পাঁচ নাবালিকা বাড়ি থেকে টিউশন পড়তে যাবে বলে বেরিয়েছিল। তারপর আর বাড়ি না ফেরায় পরিজনরা চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Murshidabad: সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে ৫ নাবালিকাকে পাচারের চেষ্টা, শোরগোল মুর্শিদাবাদে
গ্রেফতার করা হয়েছে চার যুবককেImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 26, 2025 | 7:22 PM

মুর্শিদাবাদ: সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর প্রলোভন দেখিয়ে পাঁচ নাবালিকাকে পাচারের চেষ্টা। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে নাবালিকাদের উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চার যুবককে। ঘটনাটি মুর্শিদাবাদের ফরাক্কার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েত এলাকার পাঁচ নাবালিকা বাড়ি থেকে বেরিয়েছিল। আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়ায়। পাঁচ নাবালিকার পরিবারের পক্ষ থেকে ফরাক্কা থানায় ওইদিন রাতে বিষয়টি জানানো হয়।

বিষয়টি জানার পরই জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানার পুলিশ তৎপর হয়। জঙ্গিপুর পুলিশ জেলার সমস্ত নাকা চেকিং পয়েন্টে তল্লাশি শুরু করে। শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে ফরাক্কা থানার পুলিশ সেই পাঁচ নাবালিকাকে বীরভূম সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক থেকে উদ্ধার করে। এই পাঁচ নাবালিকার পরিবার গতকাল একটি লিখিত অভিযোগ দায়ের করে ফরাক্কা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে চার যুবককে সামশেরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে ফরাক্কা থানার পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এই পাঁচ নাবালিকা বাড়ি থেকে টিউশন পড়তে যাবে বলে বেরিয়েছিল। তারপর আর বাড়ি না ফেরায় পরিজনরা চিন্তিত হয়ে পড়েন। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির প্রলোভন দেখিয়ে তাদের মেয়েদের পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ নাবালিকাদের পরিবারগুলির।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হাবিবুর রহমান (৩১), রাজিবুল শেখ(২০), সোলেমান শেখ (২২), জাফর শরিফ (২৬)। এর মধ্যে জাফর শরিফ গাড়ির চালক। ধৃতদের বাড়ি সামশেরগঞ্জ এলাকায়। ধৃতদের এদিন আদালতে পাঠায় পুলিশ।