Murshidabad: ধুলিয়ান হিংসায় মৃত দাস পরিবারকে রেখেই পাঁচ হাজার কণ্ঠে হল গীতাপাঠ

Gita Path: এদিনের অনুষ্ঠানে ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনা সহ সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘের ঔরঙ্গবাদ শাখা। গীতাপাঠের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাসের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও চন্দন দাসের ছেলের হাতে ত্রিশুল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী।

Murshidabad: ধুলিয়ান হিংসায় মৃত দাস পরিবারকে রেখেই পাঁচ হাজার কণ্ঠে হল গীতাপাঠ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 11, 2026 | 2:49 PM

মুর্শিদাবাদ: বীরভূমের পর এবার মুর্শিদাবাদে গীতাপাঠের আয়োজন। পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। সেই সভায় উপস্থিত হয়েছেন কার্তিক মহারাজ, সঞ্জয় শাস্ত্রী প্রমুখ। এছাড়া এদিনের মঞ্চে স্বাগত জানানো হয় ধুলিয়ান হিংসায় মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারকে।

মুর্শিদাবাদের সাগরদীঘির মনিগ্রামে এই গীতাপাঠের আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি মঞ্চের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার সকালে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে ধুলিয়ানে। সেই ঘটনার প্রসঙ্গ এদিন উঠে আসে অতিথিদের বক্তব্যে।

এদিনের অনুষ্ঠানে ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনা সহ সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘের ঔরঙ্গবাদ শাখা। গীতাপাঠের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করেন কার্তিক মহারাজ। হরগোবিন্দ দাসের পরিবারের হাতে ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও চন্দন দাসের ছেলের হাতে ত্রিশুল তুলে দেন সঞ্জয় শাস্ত্রী।

কিছুদিন আগেই কলকাতায় ব্রিগেড ময়দানে ১০ লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তরা উপস্থিত হয়েছিলেন সেখানে। এর কিছুদিন পর বীরভূমে পাঁচ হাজার কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়। আর এবার মুর্শিদাবাদে।

উল্লেখ্য, এই মুর্শিদাবাদের বেলডাঙাতেই সম্প্রতি বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কোরানপাঠের আয়োজনও করেছিলেন সেখানে।