Murshidabad: তৃণমূল উপপ্রধানের ‘অত্যাচারে’ গ্রামছাড়া পরিবার, ইদে বাড়ি ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ

Murshidabad: স্থানীয় বাসিন্দারা বলছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই পাতলাটোলা এলাকার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। সম্প্রতি ইদে বাড়ি ফিরে এসেছে পরিবারগুলি।

Murshidabad: তৃণমূল উপপ্রধানের অত্যাচারে গ্রামছাড়া পরিবার, ইদে বাড়ি ফিরতেই পিটিয়ে খুনের অভিযোগ
কান্নায় ভেঙে পড়েছে মৃতের পরিবারImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 10, 2025 | 1:13 PM

রঘুনাথগঞ্জ: তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে একাধিক পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ ছিল। এবার ইদে বাড়ি ফিরতে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম বাবলু শেখ (৫২)। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পাতলাটোলা গ্রামে। বাবলু শেখকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে এলাকায় একশোটি ভোট কংগ্রেসের দিকে পড়েছিল। তখন থেকেই পাতলাটোলা এলাকার বেশ কয়েকটি পরিবার তৃণমূলের অত্যাচারে গ্রাম ছাড়া। সম্প্রতি ইদে বাড়ি ফিরে এসেছে পরিবারগুলি। তেমনই একটি পরিবারের সদস্য বাবলু শেখ সোমবার বিকেলে চা দোকানে বসেছিলেন। অভিযোগ, সেইসময় আচমকা তাঁর উপর হামলা চালানো হয়। রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

অভিযোগ, সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের গিরিয়া গ্রামের উপপ্রধান তারু শেখ ও তাঁর অনুগামীদের অত্যাচারে ওই পরিবারগুলি ঘরছাড়া ছিল। আগেও বাবলু শেখকে মারধর করা হয়েছে। এদিন ফের তাঁকে মারধর করা হয়। বাবলু শেখকে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পলাতক উপপ্রধান তারু শেখ।