মুর্শিদাবাদ: সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্যের জেরে ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে সমালোচনার ঝড়। ঘরে বাইরে সর্বত্র তীব্র কটাক্ষের মুখে পড়তে হচ্ছে তাঁকে। ডেবরায় আইপিএস তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি প্রয়োজন। ফিরহাদের পাল্টা এই তত্ত্ব সামনে আসতেই সায় দিচ্ছেন রাজনৈতিক নেতৃত্ব। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন, ‘অপূর্ব কথা বলেছেন।’
অধীর বলেন, “খুব ভাল লেগেছে আজকে, পুলিশ অফিসার হুমায়ুন কবিরের বক্তব্য। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। অপূর্ব কথা বলেছেন। এটাই হওয়া উচিত মুসলমান সমাজের মূল কথা।”
প্রসঙ্গত, শনিবারই রাজ্যের মন্ত্রীর মুখে শোনা গিয়েছিল, “বাংলায় তো আমরা কেবল ৩৩ শতাংশ। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা একদিন সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হতে পারি।” এর পাল্টাই ডেবরায় আইপিএস নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন, “জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনে চাইয়ে হুজুর হাকিমজি। কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই। পাঁচ বাচ্চা- রিকশাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার, না হয়ে দু’বাচ্চার শিক্ষক, ডাক্তার, নিদেনপক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি?” সে প্রসঙ্গে বলতে গিয়েই ফিরহাদকে কটাক্ষ করে অধীর বলেন, ” এরা নিজেদের ছেলেমেয়েকে কোটিপতি করবে, শিক্ষিত করবে।”
নাম না করে ফিরহাদের পরিবার পরিকল্পনা নিয়েও কটাক্ষ করেন অধীর। তিনি বলেন, “ওঁরা তেমন, যাঁরা অন্যের বাচ্চাদের বলবে মাদ্রাসায় যেতে। বলবে রিকশাওয়ালা বানাও, সবজিওয়ালা বানাও, বোমা বাঁধানো শেখাও। আর নিজেদের ছেলেমেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াবে। এই সমস্ত জিন্নার বংশধররা এরা।” ফিরহাদ হাকিমকে জিন্নার বংশধর বলেও কটাক্ষ কেন অধীর।
সংখ্যালঘুদের সংখ্যাতত্ত্ব তুলে ধরে হুমায়ুনের বক্তব্যের সমর্থনে অধীর বলেন, “মৌলবাদীদের ভাষণ দিচ্ছে ওরা। যদি সংখ্যাতেই সব কিছু হত, তাহলে সৌদি আরব, ইরাকে, ইরানে কেন মুসলিমদের জনসংখ্যার রেট বাড়ছে না। কারণ তাঁরাও জানেন, কোয়ালিটি দরকার, শিক্ষা দরকার।”