Adhir Chowdhury: জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢোকানোর প্ল্যান! বিস্ফোরক অধীর

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 22, 2025 | 11:02 AM

Adhir Chowdhury: পুলিশ অফিসারের নাম না নিলেও তাঁর অভিযোগ, তিনি কোনও ফাঁকা আওয়াজ করছেন না। 'এটা বাস্তব ঘটনা' বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Chowdhury: জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢোকানোর প্ল্যান! বিস্ফোরক অধীর
অধীর চৌধুরী (ফাইল ছবি)
Image Credit source: PTI

Follow Us

বহরমপুর: সম্প্রতি বারুইপুরের ঘটনায় পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এবার আর এক পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। দীর্ঘদিন মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। সেখানেই তাঁকে খুন করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন অধীর।

শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, “আমাকে মারার জন্য এই জেলার এক পুলিশ সুপার জেলে থাকা আসামিকে সুপারি দিয়েছিল। জেলে জিজ্ঞাসাবাদের নামে তাকে বিভিন্ন রকম ভাবে প্রেশার দেওয়া হতো। যাকে সুপারি দিয়েছিল, সে এখন তৃণমূলে। জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে, এমনই বন্দোবস্ত করেছিল।” তিনি পুলিশ অফিসারের নাম না নিলেও তাঁর অভিযোগ, তিনি কোনও ফাঁকা আওয়াজ করছেন না। ‘এটা বাস্তব ঘটনা’ বলে মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।

এমন অভিযোগ ভয়ঙ্কর বলে মন্তব্য করলেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, জেল থেকে বের করে খুন করিয়ে আবার জেলে ঢুকিয়ে তাকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা হয়ে থাকে, তাহলে তা ভয়ঙ্কর। বাম নেতার দাবি, অভিযোগ খতিয়ে দেখে অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থা নেওয়া উচিৎ।

তবে এই অভিযোগে আমল দিচ্ছে না তৃণমূল। অভিযোগ শুনে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘উনি হেরে গিয়েছেন, ওঁকে কে মারবে!’