বহরমপুর: ভোট দিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর বোন রেনুকা মাড্ডি। দাদা জিতবেন বলেও আশাবাদী তিনি। তবে কংগ্রেস প্রার্থীর নিজের বোন কিন্তু নন এই রেনুকা। কীভাবে আলাপ জানেন?
ঘটনা প্রায় পাঁচ বছর আগের। সেই সময় কিন্তু এই ভোটারকে চিনতেনও না অধীর চৌধুরী। কিন্তু রেনুকা নজরে আসে ২০১৯ সালে। লোকসভা নির্বাচনের দিন বেলডাঙা বিধানসভার অন্তর্গত মাজদিয়ার মাড্ডি ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রতিবেশীদের তরফে তাঁর কাছে খবর আসে ছেলে আত্মঘাতী হয়েছেন।
পুত্রহারা হয়েছেন এই খবর পাওয়ার পরও তিনি কিন্তু ভোট দিয়েই যান। সেই দিন রেনুকা বলেছিলেন, “অধীর চৌধুরী যদি ভোটে হেরে যান নিজেকে ক্ষমা করতে পারব না। এই খবরই পৌঁছয় অধীরের কানে। ভোটের পর এই বোনের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। ২০১৯-এর পর থেকে অধীর চৌধুরী বোনের বাড়িতে ভাইফোঁটা নিতেও যান। যাকে ২০১৯ সালের আগে চিনতেন না, পাঁচ বছর পরেও পরিবার জুড়ে দাদার শুভকামনা চেয়ে ভোট দিলেন সেই রেনুকা। আজ রেনুকাদেবী বলেন, “অধীরদাকেই ভোট দিয়েছি। ভালভাবেই ভোট দিয়েছি। আশা রাখছি দাদাই জিতবেন।”