কলকাতা: স্কুলের মধ্যেই ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। একজন নয়, একাধিক পড়ুয়ার অভিভাবকদের দাবি, সন্তানেরা বাড়ি গিয়ে অভিযোগ করেছেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কার ঘটনা। বেশ কিছুদিন ধরে এসব চলছিল বলে অভিযোগ। আজ, সোমবার সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। কঠোর শাস্তির দাবি করেছেন অভিভাবকরা।
আরজি কর-কাণ্ডে যখন উত্তাল রাজ্য, তার মধ্যে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। অভিভাবকদের দাবি, স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে নাচ-গান হওয়ার কথা। আর তা শেখানোর বাহানায় কয়েকজন ছাত্রীকে ক্লাসরুমে ডেকে তাদের সঙ্গে অশ্লীল আচরণ করা হয়েছে।
বাড়ি গিয়ে একাধিক ছাত্রীরা বিষয়টি অভিভাবকদের জানালে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক অভিভাবক বলেন, “বাড়ি এসে আমার মেয়ে ওর মা’কে বলেছে যে হেডস্যার বিভিন্নভাবে গায়ে হাত দিয়েছে। বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে কী করে এমন করল! আমরা এর কঠোর শাস্তি চাই।”
ওই শিক্ষকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার দুপুরে অভিভাবকরা ফরাক্কা থানায় ও ফরাক্কার এসআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)