
মুর্শিদাবাদ: ফের বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ। এবার অভিযোগ এল বিহার থেকে। অভিযোগ, বিহারে ফেরির কাজে গিয়েছিলেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার ৩ জন পরিযায়ী শ্রমিক। সেখানে নানাবিধ জিনিসপত্র বিক্রি করে বাংলায় পাঠাত টাকা। সেই টাকায় চলত সংসার। তিনজনেরই বাড়ি হরিহরপাড়া ব্লকের প্রদীপডাঙ্গা গ্রামে। অভিযোগ, সেই বিহারে তাঁদের উপর এমন অত্যাচার করা হয়েছে যে কোনওমতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। আতঙ্কের ছাপ প্রত্যেকের মনেই।
তাঁদের অভিযোগ, প্রায় ১৫ দিন আগে বিহারের নবীননগর NTPC ১ নম্বর এলাকায় ফেরি করতে যান তাঁরা। গত শুক্রবার ফেরি করার সময় হঠাৎই একদল দুষ্কৃতি তাঁদের উপর চড়াও হয়। দাবি করা হয় পরিচয়পত্র। এরপরই কিল-ঘুষি, লাথি, এমনকি অশ্লীল গালাগালিও করা হয়। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শনিবার রাতের অন্ধকারে কোনওরকমে তাঁরা বাংলায় ফিরে আসেন। চোখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। এদিকে খবর পেয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে যান হুমায়পুর অঞ্চল তৃণমূল প্রতিনিধি দল। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।
আক্রান্ত ডালিম শেখ বলছেন, “ওখানে আমাদের গ্রাম থেকে ৩০ থেকে ৪০ জন আছএ। আমরা ওখানে ফেরিওয়ালার কাজ করতাম। এখন আমরা তিনজন পালিয়ে এসেছি। ওখানে বাংলাদেশি সন্দেহে ডকুমেন্ট চাওয়া হয়েছিল। তারপর মারধর করে।”
এদিকে কিছুদিন আগেই একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের লাগাতার হেনস্থা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল বঙ্গের রাজনৈতিক মহল। ক্ষোভের সঞ্চার হয়েছিল নাগরিক মহলে। তৃণমূলের অভিযোগ, সিংহভাগ ঘটনাই বিজেপি শাসিত রাজ্যের। সেখানে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে পথেও নেমেছিল তৃণমূল।