West Bengal Panchayat Polls: দোকানে ঢুকে হঠাৎ হামলা, নির্দল প্রার্থীর অভিযোগে উত্তপ্ত ভগবানগোলা

Koushik Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 04, 2023 | 12:50 AM

West Bengal Panchayat Polls: হামলা হচ্ছে খবর পেয়ে দোকানে ছুটে যান তাঁর দাদা এবং স্ত্রী, ছেলে এবং ভাইপো। তাঁদেরকেও নাকি ছাড়েননি হামলাকারীরা।

West Bengal Panchayat Polls: দোকানে ঢুকে হঠাৎ হামলা, নির্দল প্রার্থীর অভিযোগে উত্তপ্ত ভগবানগোলা
আহত নির্দল প্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি! ভোটের মুখে বারবার শিরোনামে আসছে হামলা-হুমকির অভিযোগ। এবার অভিযোগ তুললেন তৃণমূলের টিকিট না পাওয়া এক নির্দল প্রার্থী। সোমবার রাতে তাঁর এবং তাঁর পরিবারের উপর রীতিমতো হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।

মুর্শিদাবাদের এক নম্বর ব্লকের মহম্মদপুর অঞ্চলে এই ঘটনা ঘটেছে। ১৫ নম্বর বুথে নির্দল প্রার্থী পলাশ আলি এদিন নিজের দোকানে বসেছিলেন। আর সেই সময় বেশ কিছু লোকজন পলাশের উপর হামলা করে বলে অভিযোগ। প্রার্থীর দাবি, হামলাকারীদের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গোলাপ হোসেন। তিনি এবং তাঁর দলবল এই কাজ করেছে বলে অভিযোগ পলাশের।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবারও দিনের শেষে নিজের দোকানে বসে হিসেব-নিকেশ করছিলেন পশাল আলি। তাঁর উপর হামলা হচ্ছে খবর পেয়ে দোকানে ছুটে যান তাঁর দাদা এবং স্ত্রী, ছেলে এবং ভাইপো। তাঁদেরকেও নাকি ছাড়েননি হামলাকারীরা। এমনটাই দাবি ওই নির্দল প্রার্থী। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কানাপুকুর গ্রামীণ হাসপাতালে।

পলাশের স্ত্রী’র অভিযোগ, তিনি যখন তাঁর স্বামীকে বাঁচাতে গেছিলেন তখন তাঁর গলাতে থাকা সোনার চেন ছিনতাই করে নেন হামলাকারীরা। অন্যদিকে তাঁদের দোকান থেকে টাকাও নিয়ে গিয়েছে বলে অভিযোগ পলাশের। হেরে যাওয়ার ভয়েই তৃণমূল এই কাজ করেছে বলেও অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন পলাশ আলি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে দলের তরফে প্রার্থী হওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো মনোনয়নও পেশ করেন। কিন্তু শেষ পর্যন্ত দল প্রতীক দেয়নি। আর এরপরেই নির্দল হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত।

Next Article