মুর্শিদাবাদ: কখনও বিস্ফোরণ, কখনও ব্যাগ-বস্তা ভর্তি বোমা উদ্ধার (Bomb Recovery)। বিগত কয়েক মাস ধরেই এই ছবিই দেখছে গোটা বাংলা। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরও বদলাচ্ছে না ছবিটা। এদিকে শুক্রবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা। এরইমধ্যে শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার উত্তর অন্তরদীপা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে।
সূত্রের খবর, এলাকার একটি পুকুরের পাড়ে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার বিকালে সামশেরগঞ্জের উত্তর অন্তরদীপা গ্রামে একটি ঢালাই রাস্তা তৈরির কাজ হচ্ছিল। সেই সময় রাস্তার পাশে থাকে একটি সিঁড়ি ভাঙাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। এক পক্ষ আর এক পক্ষকে লক্ষ করে ইট ছুড়তে থাকে। জখম হন তিন ব্যক্তি। জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, গন্ডগোলের এক পর্যায়ে অলিউল এবং সেনারুল নামে দুই ব্যক্তি বোমা নিয়ে হুমকি দেওয়ার চেষ্টা করে। খবর যায় পুলিশে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তখনই বোমা রেখে পালায় অভিযুক্তরা। ব্যারিকেড দিয়ে ব্যাগ ভর্তি বোমাগুলিকে ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া বম্ব স্কোয়াডকে। ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “রাস্তা তৈরি নিয়ে ঝামেলা হচ্ছিল ওদের। ওরা একে অপরের দিকে ইট ছুড়তে থাকে। তখনই অলিউল এবং সেনারুল বোমা নিয়ে আসে। বোমা নিয়ে হুমকি দিতে থাকে।”