Murshidabad: বাঁশবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার

Murshidabad: স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত থেকে বোমার জায়গাগুলি ঘিরে রাখে পুলিশ। তবে বর্ষবরণের রাত্রিবেলা কে এই বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে পারা যায়নি। তবে ওই বাঁশবাগানের ভিতরে এলাকার শিশুরা খেলা করতে যায়। ফলত, কোনও দুর্ঘটনা ঘটলে কে তার দায় নেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন। 

Murshidabad: বাঁশবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার
তাজা সকেট বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 5:32 PM

মুর্শিদাবাদ: ব্যাগ ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার। বাঁশ বাগানের ভিতর থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, রমাকান্তপুর এলাকায় বাঁশ বাগানের ভিতর নাইলনের ব্যাগের ভিতর বোমাগুলি রাখা ছিল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বোমা উদ্ধারের পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত থেকে বোমার জায়গাগুলি ঘিরে রাখে পুলিশ। তবে বর্ষবরণের রাত্রিবেলা কে এই বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে পারা যায়নি। তবে ওই বাঁশবাগানের ভিতরে এলাকার শিশুরা খেলা করতে যায়। ফলত, কোনও দুর্ঘটনা ঘটলে কে তার দায় নেবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই বাগানের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মাঠে যাওয়ার রাস্তা রয়েছে। সব সময় মানুষ এই রাস্তা দিয়ে যাতয়াত করে। ছেলে মেয়েরাও দিনের বেলায় খেলাধুলা করতে যখন তখন বাগানে যায়। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।” এ দিকে, বোমা উদ্ধারের পর সেগুলি নিষ্কিয় করার পর কিছুটা হলেও সাধারণ মানুষ চিন্তামুক্ত হয়েছে। কিন্তু কীভাবে বাঁশ বাগানের মধ্যে বোমার ব্যাগ এল এবং এই ঘটনার সঙ্গে কারা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন।