Bangladeshi Arrest: বাড়ি ভাড়া নিয়ে ভারতে দিব্যি কেটে যাচ্ছিল দিন, গ্রেফতার বাংলাদেশি

Bangladeshi Arrest: পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ উজ্জ্বল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাড়ি তাঁর। অভিযুক্ত ব্যক্তি মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। খবর পেয়েই হানা দেয় রানিনগর থানার পুলিশ।

Bangladeshi Arrest: বাড়ি ভাড়া নিয়ে ভারতে দিব্যি কেটে যাচ্ছিল দিন, গ্রেফতার বাংলাদেশি
গ্রেফতার বাংলাদেশিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2025 | 6:40 PM

মুর্শিদাবাদ: সীমান্ত সুরক্ষিত রাখতে সদা তৎপর বিএসএফ। শুধু তাই নয়, একই সঙ্গে পুলিশও নজর রাখছে। সেই কারণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হামেশাই গ্রেফতার হচ্ছে একাধিক বাংলাদেশি। বাংলাদেশ থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল ওই ব্যক্তি। শুক্রবার তাকেই গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মহম্মদ উজ্জ্বল। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাড়ি তাঁর। অভিযুক্ত ব্যক্তি মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। খবর পেয়েই হানা দেয় রানিনগর থানার পুলিশ। এরপর ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির কাছে কোনও পরিচয় পত্র পাওয়া যায়নি। অভিযুক্ত স্বীকার করেছেন বাংলাদেশ থেকে অবৈধভাবেই অনুপ্রবেশ করেছে মুর্শিদাবাদে।

প্রসঙ্গত, সীমান্তকে সুরক্ষিত রাখতে লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে বিএসএফ। সতর্ক পুলিশও। গতকালও মালদহ সীমান্ত থেকে মালদা জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের ৭১ ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্টের শোভাপুরের জওয়ানরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়েছিলেন চোরাচালানের। জানা যাচ্ছে, চোরাকারবারিরা একটি প্যাকেট ছুড়ে ফেলে। এরপর পালিয়ে যায় তারা। সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা ও মাদক উদ্ধার হয়। এই আবহে ফের বাংলাদেশি গ্রেফতারের ঘটনা, নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে।