মুর্শিদাবাদ: চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে এ দেশে এসেছিলেন। তবে প্রাণ নিয়ে ফেরত যেতে পারলেন না। অস্বাভাবিকভাবে মৃত্যু হল মধ্য বয়সী মহিলার। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। কীভাবে মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, গত ২ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেছিলেন জাহানারা খাতুন (৪২)। তাঁর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানা এলাকায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সেই কারণে চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। বারংবার চেকআপের জন্য ডেট পড়ছিল। সেই কারণে মাসির বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল তাঁর।
এরপর মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাহানারা। তড়িঘড়ি তাঁকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। যখন হাসপাতালে পৌঁছয় ততক্ষণেই ওই মহিলার মৃত্যু হয়ে গিয়েছে। সেই কথা হাসপাতালে পৌঁছনোর পর জানায় চিকিৎসকরা। এই ঘটনায় মহিলার শোকের ছায়া নেমে আসে মহিলার পরিবারে। জাহানারা খাতুনের পরিবারের এক সদস্য জানান, “জাহানারা খাতুন এখানে এসেছিলেন। ওনার আত্মীয় রয়েছেন সেখানে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেছে। হার্টের অসুখ ছিল বলে জানতে পেরেছি।”