Ram Mandir in Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পাল্টা আরও একটি রামমন্দির তৈরির প্রস্তাব BJP নেতার

Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের ঘোষণার পরে-পরে আবারও বহরমপুরে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপির জেলা প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকারের। বছর খানেক আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময়ই সাগরদিঘিতে অম্বিকানন্দ মহারাজ রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন।

Ram Mandir in Murshidabad: হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পাল্টা আরও একটি রামমন্দির তৈরির প্রস্তাব BJP নেতার
মুর্শিদাবাদে রাম-মন্দির Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 24, 2025 | 3:54 PM

মুর্শিদাবাদ: ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেছেন। তার পাল্টা বিধানসভা ভোটের আগে বিজেপির জেলা প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকার এই জেলাতেই রাম-মন্দির তৈরি করবেন বলেছেন। ভোটের আগে মুর্শিদাবাদে মন্দির-মসজিদ নিয়ে বাড়ছে জল্পনার পারদ।

হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের ঘোষণার পরে-পরে আবারও বহরমপুরে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপির জেলা প্রাক্তন জেলা সভাপতি শাখারভ সরকারের। বছর খানেক আগে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই সময়ই সাগরদিঘিতে অম্বিকানন্দ মহারাজ রাম মন্দিরের শিলান্যাস করেছিলেন। এবার বিজেপির প্রাক্তন জেলা সভাপতি  শাখারভ সরকার বহরমপুরে রাম-মন্দির নির্মাণের ঘোষণা করেন। এমনকী, একটি ভব্য ছবি সামনে নিয়ে আসেন। অর্থাৎ হুমায়ুনের বাবরি মসজিদের পাল্টা দু’টি রাম-মন্দির তৈরির ঘোষণা হল এক জেলায়।

মুর্শিদাবাদে রাম-মন্দির স্থাপন হবে। রাম-মন্দির চ্যারিটি ট্রাস্টের মাধ্যমে আমরা একটা রাম-মন্দির বহরমপুরে তৈরি হতে হবে। তবে বহরমপুরের কোথায় হবে সেটা বলব না। আর লোকেশন বলব না কারণ একটা বাড়ি তৈরি করতে হলেই তৃণমূল কাটমানি খায়। আপনাদের সকলের কাছে রাম-মন্দির তৈরির জন্য আবেদন করলেন।”

বস্তুত, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল। উপস্থিত থাকবেন খোদ সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে থাকছেন না হুমায়ুন। তার কারণ ওই দিন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হবে। হুমায়ুন জানিয়েছেন ভিত্তিপ্রস্তরের দিন প্রায় ২ লক্ষ লোক আসবেন মুর্শিদাবাদে। ফলত, ভোটের আগে মন্দির না মসদিজ এই নিয়েই শুরু চাপানউতোর।