BJP leader resigns: ‘আমাদের মতামতকে গুরুত্বই দেওয়া হল না’, বিস্ফোরক অভিযোগ এনে ইস্তফা বিধায়কের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 17, 2022 | 10:01 PM

BJP leader resigns: পরপর বিজেপির ভরাডুবি রাজ্যে। বালিগঞ্জ ও আসানসোল উপ নির্বাচনে ফল প্রকাশের পর ফের ক্ষোভ উগরে দিচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। এবার দলীয় পদে ইস্তফা দিলেন বিধায়ক।

BJP leader resigns: আমাদের মতামতকে গুরুত্বই দেওয়া হল না, বিস্ফোরক অভিযোগ এনে ইস্তফা বিধায়কের
পদ থেকে ইস্তফা দিলেন গৌরীশঙ্কর ঘোষ

Follow Us

মুর্শিদাবাদ : বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন কেউ কেউ। আর এবার উপ নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর সেই ক্ষোভ আরও প্রকট হয়েছে। দলের বিধায়ক, সাংসদদের গলাতেই শোনা যাচ্ছে বিক্ষোভের সুর। শনিবার আসানসোল ও বালিগঞ্জের উপ নির্বাচনের ফল প্রকাশের পর সরাসরি দলীয় নেতৃত্বের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আর এবার দলীয় পদ থেকে ইস্তফা দিলেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। বঙ্গ বিজেপির বিরুদ্ধেই তাঁর ক্ষোভ। জয়ী হয়ে বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁর মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

রবিবার সকালেই সাংবাদিক বৈঠক ডেকে ইস্তফা দিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। রাজ্য সম্পাদক পদে ছিলেন তিনি। বিধায়ক জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় জেলায় সংগঠন তৈরি করেছেন তিনি। কিন্তু তাঁর মতামতকে কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই তাঁর অভিযোগ।

TV9 বাংলার মুখোমুখি হয়ে বিধায়ক জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ীই সংগঠনে রদবদল হয়। আর কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল, প্রত্যেকটি মণ্ডলের ক্ষেত্রে সভাপতির নাম সর্বসম্মতভাবে বাছাই করা হবে। সেই মতো জেলার নেতারা নাম বাচাই করেন। সেই মতো গত ৫ এপ্রিল রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছিল বলে জানান তিনি। আর সেখানে মুর্শিদাবাদ জেলার ৫১ টি মণ্ডলের জন্য ৫১ জনের নাম বাছাই করা হয়।

বিধায়ক বলেন, ‘কোনও এক অজ্ঞাত কারণে জেলা সভাপতি নতুন ১৮ টি নাম ঢুকিয়ে ঘোষণা করে দিলেন। আমার বিধানসভা এলাকায় আমি মণ্ডল সভাপতির নাম দিচ্ছি, সেই নাম বাদ চলে যাচ্ছে।’ শুধু তাই নয়, অন্যান্য বিজেপি বিধায়কদের বাছাই করা নামও বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিধায়কের আরও দাবি, যাঁরা বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বিরোধিতা করেছেন তাঁদের নাম তালিকায় রাখা হয়েছে। গৌরীশঙ্কর ঘোষ এ দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা বিধায়ক, জিতে এসেছি। নাম বাছাই করার ক্ষেত্রে আমাদের মতামতকে গুরুত্ব দেওয়া হল না।’ দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সমান্তরাল সংগঠন তৈরি করে কাজ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমার মতামত যখন নেওয়া হয় না তখন সেখানে থেকে দরকার কি!’

শনিবার সৌমিত্র খাঁ সরাসরি বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দায়িত্ব পেয়েছেন ওই নেতারা। রাজ্যে সরকার বিরোধী ইস্যু নিয়ে বিজেপি লড়াই করতে পারছেন না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : Agitation SLST candidates: রমজানেও জারি অনশন, প্রবল রোদে অসুস্থ চাকরি প্রার্থীরা, তোলা হল অ্যাম্বুল্যান্সে

Next Article