হরিশচন্দ্রপুর: সাতদিন ধরে মিলছিল না খোঁজ। বাড়ির আশপাশের এলাকা সহ অন্যত্র খোঁজাখুঁজি করেও কোনওভাবেই মেয়ের দেখা মেলেনি। শেষে রবিবার দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুর ফিডার ক্যানেল ঘাট থেকে দীপ্তি ভগত নামে ওই যুবতীর দেহ উদ্ধার হল। বর্তমানে সে ইঞ্জিনিয়রিং পড়ছিল বলে জানা গিয়েছে। বাড়ি মালদহের হরিশচন্দ্রপুরে। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর ক্ষেত্রে রহস্য অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি ঝাড়খণ্ডের দুমকা এলাকার একটি কলেজে যাচ্ছিলেন ওই যুবতী। কিন্তু, সপ্তাহখানেক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। খোঁজ-খবর করেও কোনও লাভ হয়নি। তারপর থেকেই উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। এরইমধ্যে ফারাক্কা ব্যারেজ এলাকায় ছাত্রীর ব্যাগ ও মোবাইল পাওয়া যায়। কিন্তু, যুবতীর দেখা মেলেনি।
এরইমধ্যে রবিবার ফিডার ক্যানেল ঘাটে ভেসে উঠে দীপ্তির নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানার পুলিশ। উদ্ধারের পরেই তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তবে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি নিছক দুর্ঘটনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। একইসঙ্গে তাঁর উপর কোনও শারীরিক নির্যাতন চালানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে এলাকায়।