Murshidabad Bombing: উঠোন থেকে বালতিটা হাতে নিতেই ভয়াবহ বিস্ফোরণ, ডোমকলে মৃত্যু মহিলার

Murshidabad Bombing: পরিবার সূত্রে খবর, ওই মহিলার নিজের বাড়িতেই উঠোনে বালতিতে বোমা রাখা ছিল। তবে ওই মহিলা না বুঝতে পেরে বালতি তুলতে যান, তারপরেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন তিনি। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Murshidabad Bombing: উঠোন থেকে বালতিটা হাতে নিতেই ভয়াবহ বিস্ফোরণ, ডোমকলে মৃত্যু মহিলার
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 03, 2025 | 4:17 PM

ডোমকল: পুজো মিটতেই ফের বোমার শব্দে কাঁপল মুর্শিদাবাদ। বাড়ির সামনে রাখা বোমায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম ছিদ্দাতন বিবি(৪০)। মুর্শিদাবাদের ডোমকলের ঘটনা। ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর কামুড়দিয়াড় ঘাট পাড়া এলাকায় ওই মহিলার বাড়ি। আজ, শুক্রবার সকালে উঠে বাড়ির কাজ করতে গেলে ওই ঘটনা ঘটে।

পরিবার সূত্রে খবর, ওই মহিলার নিজের বাড়িতেই উঠোনে বালতিতে বোমা রাখা ছিল। তবে ওই মহিলা না বুঝতে পেরে বালতি তুলতে যান, তারপরেই ঘটে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর আহত হন তিনি। খবর পেলে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। ওই মহিলার দেহ উদ্ধার করে নিয়ে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

বোমা বিস্ফোরণের ঘটনায় আটক মৃতের স্বামী। ধৃতের নাম গোফুর মণ্ডল। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে গফুর মণ্ডল ওই বোমাগুলি মজুত করেছিল। প্রশ্ন উঠেছে, বালতিতে বোমা এল কোথা থেকে? প্রতিবেশীদের দাবি, ওই মহিলার স্বামী গফুর মণ্ডলই ওই বোমা রেখেছিলেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাত থেকে মজুত করা ছিল বোমা। তাঁর স্ত্রী জানতেন না। এদিন সকাল ১১ টায় বাড়ির কাজ করতে গিয়েই এই ঘটনা ঘটে।