দৌলতাবাদ: দুপুরে মিড ডে মিল (Mid Day Meal) খেয়ে স্কুলের পাশেই ছোটাছুটি করছিল। তখনই দেখে মাঠে বলের মতো কিছু একটা পড়ে রয়েছে। নিষ্পাপ মনে হাতে তুলে নিয়ে লোফালুফিও শুরু করে ৭ বছরের বাচ্চাটা। আচমকা দেওয়ালে ছুড়তেই বিকট আওয়াজ। তাতেই ঝরে গেল প্রাণ। আওয়াজ শুনে এলাকার লোকজন দৌড়ে এলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে। শোকের ছায়া গোটা এলাকায়।
বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে শিশু মৃত্যুর ঘটনা রাজ্যে নতুন নয়। ভোট এলেই রাজ্য়ের বুকে লাগাতার দেখতে পাওয়া যায় এই ছবি। কিন্তু চোঁয়াডাঙ্গা গ্ৰামে বোমাটি কে বা কারা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে চাপানউতর। এলাকার রাজনৈতিক মহলেও চলছে চর্চা। মৃত শিশুর নাম মুকুলেশ্বর রহমান। সে গ্রামেরই প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকে পাথর তার গোটা পরিবার। যে বা যাঁরা বোমাটি সেখানে রেখে গিয়েছে তাঁদের কঠোর শাস্তির দাবিও উঠেছে।
বোমার আওয়াজ পেয়ে এলাকার বাসিন্দারা যখন মাঠে দৌড়ে যান দেখা যায় সেখানে পড়ে রয়েছে মুকুলেশ্বরের ক্ষতবিক্ষত দেহ। এলাকার লোকজনই খবর দেন দৌলতাবাদ থানায়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে র্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু, মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। বর্তমানে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালের মর্গে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।