মুর্শিদাবাদ: লোকসভা ভোটের আবহ। ধীরে ধীরে আবারও কি তাততে শুরু করছে মুর্শিদাবাদ? পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দফায় দফায় হিংসা, বোমা উদ্ধারের খবর এসেছে এ জেলা থেকে। আবারও বোমা উদ্ধারের ঘটনা। এক বালতি তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রানিনগরে
রানিনগর থানার রাজাপুর পঞ্চায়েতের সীমান্তবর্তী বিচপাড়া এলাকায় একটি প্লাস্টিকের বালতিতে ভর্তি করে ওই বোমা রাখা ছিল। একটি বাড়ির পিছনে রাখা ছিল সেটি। যা ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। এই এলাকা ঘিরে রেখেছে রানিনগর থানার পুলিশ।
যাঁর বাড়ির পিছন থেকে বোমাগুলি উদ্ধার হয় সেই ভবানী মণ্ডল বলেন, “পাকা ঘরের নীচে গর্তের মধ্যে বোমা রাখা ছিল। প্রশাসন আসে। এসে পদ্মার ধারে নিয়ে গিয়ে সেগুলি নষ্ট করেছে। মরেও যেতে পারতাম। তবে ভয় এখনও থাকছেই। আরও আছে কি না তা তো জানি না। তদন্ত তো হয়নি।”
যেখানে বোমাগুলি রাখা ছিল, ঘনবসতিপূর্ণ এলাকা। কে বা কারা এগুলি রেখে গেল তা নিয়ে চাপানউতর সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে বহরমপুর থেকে বম্ব ডিসপজাল টিম এসে বোমাগুলি উদ্ধার করে। এরপর স্থানীয় পদ্মার তীরে ফাঁকা জায়গায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করার কাজ চলে।