Murshidabad News: খোঁড়া হচ্ছে মাটি, খুঁজে দেখা হচ্ছে ঝোপ-ঝাড়, মুর্শিদাবাদে কী চলছে?

Murshidabad: জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জ পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়।

Murshidabad News: খোঁড়া হচ্ছে মাটি, খুঁজে দেখা হচ্ছে ঝোপ-ঝাড়, মুর্শিদাবাদে কী চলছে?
মুর্শিদাবাদে বোমা উদ্ধারImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2025 | 12:40 PM

মুর্শিদাবাদ: দু’দিন আগের ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিলেন এক নাবালিকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সামশেরগঞ্জে উদ্ধার তাজা বোমা। মাটির তলায় কোথাও বোমা রয়েছে কি না তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে নেমেছে ডগ ও বম্ব স্কোয়াড।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করেছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকার একটি আমবাগান সংলগ্ন ঝোপ ঝাড় থেকে তাজা বোমা গুলো বাজেয়াপ্ত করা হয়। পাশাপশি আলমসাহিতেও আমবাগান থেকে বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের পরই জায়গাটি ঘিরে দেয় পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। শুধু তাই নয়, এলাকার আর কোথাও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখতে এলাকাজুড়ে তল্লাশি চালানো হয়।

জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউ, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জ পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। কোনও রকম অশান্তি রুখতে তৎপর পুলিশ। পুলিশ সূত্রে খবর, সামসেরগঞ্জ থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধার করছে পুলিশ। এর আগে সোমবার তাজা বোমা উদ্ধার হয়েছিল। মঙ্গলবারের পর এবার বুধবারও বোমা বাজেয়াপ্ত করেছে পুলিশ।